২৯ আগস্ট রাতে ঢাকায় যৌথ বাহিনীর সাথে ডাকাতদের গোলাগুলির দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ২৯ আগস্ট, “এই মুহূর্তে গভীর রাতে রাজধানীতে যৌথ বাহিনীর সাথে চলছে ডাকাতের ব‍্যাপক গোলাগুলি। জঙ্গি রাষ্ট্রে পরিনত করলো সোনার বাংলাদেশ সুদখোর ইউনুছ।” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২৯ আগস্ট রাতের নয় এবং ওই দিন ঢাকায় যৌথ বাহিনীর সাথে ডাকাতদের গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্ট মাস থেকে ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “Travelogue by Ofa Yaad” নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৬ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।  

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ২০২৪ সালের ৬ আগস্ট ঢাকায় RAW এর হামলার ভিডিও।

সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টেও  (,,) ভিডিওটি সম্পর্কে একই দাবি করা হয়। তবে, কোনো পোস্টেই এই দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়নি। সেসময় এ বিষয়ে গণমাধ্যমগুলোতেও কোনো সংবাদ প্রকাশ হতে দেখা যায়নি।

ভিডিওটি ঠিক কোন স্থানে, কোন সময়ে ধারণ করা হয়েছে তা রিউমর স্ক্যানারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে, এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, অন্তত ২০২৪ সালের আগস্ট মাস থেকে ইন্টারনেটে বিদ্যমান ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকায় যৌথ বাহিনীর সাথে ডাকাতদের গোলাগুলির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

আগস্টে ৩২০ ভুল তথ্য শনাক্ত

spot_img