সম্প্রতি “পরীমনি’কে নিয়ে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক,পরীমনির উপর সিনেমা করার নিষেধাজ্ঞা” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ‘মেরিল-প্রথম আলো পুরস্কার – ২০১৮’ এর।
২০১৯ সালের ২৬শে এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানটির সম্পূর্ণ ভিডিও চিত্র ২০১৯ সালের ০৭ ই মে মাছরাঙ্গা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

মূলত ‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৮’ অনুষ্ঠানে তারকাদের অনুষ্ঠানস্থলে প্রবেশের একটি ভিডিওকেই চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক দাবিতে ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অর্থাৎ, পরীমনি ইস্যুতে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক ও সিনেমা করার নিষেধাজ্ঞা শিরোনামে প্রচারিত তথ্য ও ভিডিওটি গুজব এবং বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: পরীমনি ইস্যুতে চলচ্চিত্র শিল্পীদের জরুরী বৈঠক ও সিনেমা করার নিষেধাজ্ঞা
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
Fact Check by Tausif N Akbar