হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার দায়ে বিজেপির এমএলএ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ‘ঘৃণামূলক বক্তব্যের’ বিচার চাইতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে ‘তিরাঙ্গা সংবিধান র্যালি’ নামে বিক্ষোভ করে মুম্বাইয়ে জড়ো হয়েছেন মুসলমানরা। এরই প্রেক্ষিতে, এই বিক্ষোভ র্যালারি দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রচারিত হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন যমুনা টেলিভিশন (ইউটিউব), নয়া দিগন্ত, চ্যানেল আই, চ্যানেল ২৪, ঢাকা পোস্ট, যায়যায়দিন, ইনকিলাব, বাংলা টিভি (ইউটিউব), মাছরাঙা টিভি (ইউটিউব), কালবেলা (ইউটিউব), মাই টিভি (ইউটিউব), ডেইলি বাংলাদেশ, আজকালের খবর, জুম বাংলা, এবং সময়ের কন্ঠস্বর।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে ভারতের মুম্বাইয়ে মুসলিমদের বিক্ষোভের দৃশ্য নয় বরং এটি পূর্ব তিমুরে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক সফরের সময় ধারণকৃত একটি ভিডিও।
রিভার্স ইমেজ সার্চ করে, গত ১১ সেপ্টেম্বর ‘Antonio Sampaio’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে পর্তুগিজ ভাষায় লেখা রয়েছে, পূর্ব তিমুরের ইতিহাসে এমন কিছু আগে কখনো দেখা যায়নি। এবং সম্ভবত আর কখনো দেখা যাবে না। এটাই সবচেয়ে বড় জনসমাবেশ।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে আন্তর্জাতিক গণমাধ্যম এপি ইউটিউব চ্যানেলে গত ১০ সেপ্টেম্বর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর বরাতে জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরের প্রায় ৬ লাখ মানুষ পোপ ফ্রান্সিস এর ‘ফাইনাল মাস’ অনুষ্ঠানে যোগ দিতে একটি সমুদ্রতীরবর্তী পার্কে জড়ো হয়। উক্ত ভিডিওর কিছু দৃশ্যের সাথে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
এই বিষয়টির সূত্র ধরে গত ১০ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে প্রচারিত পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসের সফরের একাধিক ভিডিও (১,২) খুঁজে পাওয়া যায়, যায় সাথে দাবিকৃত ভিডিওর মিল পাওয়া যায়। গত ১১ সেপ্টেম্বর ফেসবুকে প্রচারিত একটি পোস্টে একই স্থানের ড্রোন ক্যামেরায় ধারণকৃত দৃশ্য দেখা যায়, যার সাথেও দাবিকৃত ভিডিওর মিল পাওয়া যায়।
এছাড়া দাবিকৃত ভিডিওটি পর্যবেক্ষণে, ভিডিওটির একটি ফ্রেমে পোপ ফ্রান্সিসের ছবি সম্বলিত সাইনবোর্ড দেখা যায়।
তাছাড়া, গত ২৩ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ের অভিমুখে ‘তিরাঙ্গা সংবিধান র্যালি’র ডাক দিয়েছেন ইমতিয়াজ জলিল। তার পূর্ব হতেই ইন্টারনেটে এই ভিডিওর অস্তিত্ব প্রমাণ করে ভিডিওটি এই ঘটনার নয়।
উল্লিখিত সূত্রগুলোর বরাতে নিশ্চিত হওয়া যায় আলোচিত ভিডিওটির ভারতের মুম্বাইয়ে মুসলিমদের বিক্ষোভের নয় বরং পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক সফরের।
তবে, এই ভিডিওটি ‘তিরাঙ্গা সংবিধান র্যালি’র না হলেও হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে ভারতের মুম্বাইয়ে মুসলিমদের বিক্ষোভের একাধিক ভিডিও (১,২,৩) এই বিক্ষোভের নেতৃত্ব দেওয়া ইমতিয়াজ জলিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত হয়েছে।
সুতরাং, হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে ভারতের মুম্বাইয়ে মুসলিমদের বিক্ষোভের দৃশ্য দাবিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে পোপ ফ্রান্সিসের সফরের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Nigerian Catholics: Facebook Post
- AP: YouTube Video
- Reuters: Pope Francis in East Timor for Mass that could draw half its population
- Rumor Scanner’s Own Research