ওয়ালটনের শো-রুমে চাঁদাবাজি ও সেনাবাহিনীর অভিযানের ভুয়া দাবি প্রচার

সম্প্রতি, ‘পতিতার ছেলে ইলিয়াসের নির্দেশে ওয়ালটনে চাঁদাবাজি করতে যায় মব সন্ত্রাসীরা। সেনাবাহিনীর অভিযান চলছে’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওয়ালটনের ব্যানার যুক্ত দোকানের গলিতে লাঠিচার্জ করে কয়েকজনকে বের করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ওয়ালটনের কোনো শো-রুমে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর লাঠিচার্জের শিকার হওয়ার কোন ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচকে কেন্দ্র করে টিকেট ছাড়া জোরপূর্বক স্টেডিয়ামে প্রবেশ করে দর্শকদের একটি অংশ। তখন টিকেট ছাড়া প্রবেশকারীদের লাঠিচার্জ করে সেনাবাহিনী। সেই সময়কার দৃশ্য এটি। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটিতে অনলাইন ভিত্তিক গণমাধ্যম ঢাকা পোস্টের লোগো লক্ষ্য করা যায়। লোগোর সূত্র ধরে অনুসন্ধানে ঢাকা পোস্টের ইউটিউব চ্যানেলে গত ১০ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, টিকেট ছাড়া স্টেডিয়ামে প্রবেশকারীদের ওপর সেনাবাহিনীর লাঠিচার্জের দৃশ্য এটি। 

ক্যাপশনের সূত্র ধরে অনুসন্ধানে একই তথ্যে যমুনা টিভি, যুগান্তর এবং সময় টিভির ইউটিউব চ্যানেলেও ভিডিও প্রকাশ করতে দেখা যায়। 

এ বিষয়ে জনকণ্ঠের ওয়েবসাইট প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে  সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেদিন স্টেডিয়ামে দর্শকদের বিপুল আগ্রহে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় দেখা যায়। অনেক দর্শক টিকিট ছাড়াই প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী লাঠিচার্জ করে।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, গত জুন মাসে ভিন্ন ঘটনায় সেনাবাহিনীর লাঠিচার্জের ভিডিওকে ওয়ালটনের শো-রুমে চাঁদাবাজি করতে গিয়ে কতিপয় ব্যক্তি সেনাবাহিনীর লাঠিচার্জের শিকার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img