বন্যায় কবর দেওয়ার মাটি না পাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। উক্ত এলাকাসমূহে আটকে পড়া মানুষদের সাহায্য করতে বিভিন্ন উদ্ধারকর্মী দল কাজ করছে। এর প্রেক্ষিতে বন্যার পানির কারণে কবর দেওয়ার জন্য মাটি পাচ্ছে না দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সম্প্রতি বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতির নয় বরং ভিডিওটি অন্তত একমাস আগে থেকে ইন্টারনেটে প্রচার হয়েছে।

অনুসন্ধানে Md Abdur Rahim নামক ইউটিউব চ্যানেলে গত ১২ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে উক্ত ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে জানা না গেলেও ভিডিও প্রকাশের তারিখ থেকে এটা নিশ্চিত যে ভিডিও সম্প্রতি বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার পানির কারণে কবর দেওয়ার জন্য মাটি না পাওয়ার দৃশ্য নয়।

সুতরাং, পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার পানির কারণে কবর দেওয়ার জন্য মাটি না পাওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img