সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “এই মুহূর্তে জয় বাংলা স্লোগানে উতাল ঢাকা বিশ্ববিদ্যালয়”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত উক্ত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ২ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ১৫ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা স্লোগানের দৃশ্যের নয় বরং প্রায় ৪ বছর পূর্বে ২০২০ সালে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম দৈনিক যুগান্তরের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বরে প্রচারিত একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির প্রায় ১০ মিনিট ৩০ সেকেন্ড পরবর্তী সময়ের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, উক্ত ভিডিওটি কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশের দৃশ্যের।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে বিবিসি বাংলার ওয়েবসাইটে ২০২০ সালের ৫ ডিসেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে কে বা কারা। শনিবার (২০২০ সালের ৫ ডিসেম্বর) সকালে ভাস্কর্যটির হাত ও মুখের কিছু অংশ ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।
একইদিনে বিডিনিউজ২৪ডটকম এ প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ঘটনার প্রতিবাদে শনিবার (০৫ ডিসেম্বর ২০২০) সন্ধ্যার পর ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমণ্ডিতে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
সুতরাং, ২০২০ সালে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা স্লোগানের দৃশ্যের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Jugantor – Facebook Post
- BBC Bangla – কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর
- Bdnews24.com – কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
- Rumor Scanner’s analysis