১৮ জানুয়ারির হরতালের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত অনলাইন প্লাটফর্ম এ টিম কর্তৃক গত ১৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগসহ বেশকিছু দাবিতে হরতাল আহ্বান করেছিল। এরই প্রেক্ষিতে সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, “এই মুহূর্তে রাজপথে জয়বাংলা হরতাল”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৩৫ লক্ষাধিক বার দেখা হয়েছে এবং পোস্টগুলোতে প্রায় ১ লক্ষ ২৭ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি গত ১৮ জানুয়ারির হরতালের কোনো দৃশ্য নয় বরং, ২০২৪ সালের ১৬ ডিসেম্বরে বিজয় দিবসে ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত পোস্টে সংযুক্ত ভিডিওটিতে প্রদর্শিত মিছিলকারীদের হাতে থাকা ব্যানারটি পর্যবেক্ষণ করলে তাতে “মহান বিজয় দিবস” লেখা দেখতে পাওয়া যায়। এছাড়া ব্যানারটিতে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে | জয় বাংলা ব্রিগেড” লেখাও দেখতে পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

পরবর্তী অনুসন্ধানে ‘শরীফ অফিশিয়াল’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৭ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি গত ১৮ জানুয়ারির নয় বরং, তারও পূর্বের।

Comparison : Rumor Scanner

এছাড়া, অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ ডিসেম্বরে “বিজয় দিবসে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে প্রদর্শিত মিছিলের ব্যানার, মানুষ ও পোশাকের সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে এছাড়াও বলা হয়, “আজ ১৬ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল”।

সুতরাং, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দৃশ্যকে গত ১৮ জানুয়ারিতে হরতালের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img