ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে গত ১০ নভেম্বর একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি গত ১০ নভেম্বরে আওয়ামী লীগ ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে ডিপজলের অংশগ্রহণকালীন সময়ের।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে, প্রায় ৬০ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং প্রায় ৫ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি গত ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচী উপলক্ষে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের অংশগ্রহণের দৃশ্যের নয় বরং, ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় ডিপজলের অংশ নেওয়ার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ২৩ ডিসেম্বরে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। “নৌকার প্রচারণায় ডিপজল” শিরোনামে প্রকাশিত উক্ত সংবাদ প্রতিবেদনে একটি ছবির সংযুক্তিও পাওয়া যায়৷ উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি, পোশাক ও অবস্থানের তুলনা করলে সাদৃশ্য দেখতে পাওয়া যায়৷
প্রতিবেদনটি থেকে জানা যায়, “দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। শনিবার (২০২৩ সালের ২৩ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় রাজধানীর গাবতলী পর্বতা সিনেমা হলের সামনে ডিপজলকে সঙ্গে নিয়ে নির্বাচনি পথসভাটি গাবতলী, দারুসসালাম ও দিয়াবাড়ি এলাকা প্রদক্ষিণ করে। এ পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নৌকার প্রার্থী নিখিল উপস্থিত ছিলেন।”
এরই সূত্র ধরে অনুসন্ধানে “কালবেলা এক্সপ্রেস” নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ২৪ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “নৌকার মাঝি মাইনুল হোসাইন খান নিখিল এর সাথে মনোয়ার হোসেন ডিপজল এর ব্যাপক গণসংযোগ”।
এছাড়া, ২০২৩ সালের ২৪ ডিসেম্বরে Barishal24 TV নামের একটি ইউটিউব চ্যানেলেও ভিন্ন কোণ থেকে ধারণকৃত উক্ত নির্বাচনী পথসভার একটি ভিডিও প্রচার করতে দেখা যায় যেখানে ডিপজলের উপস্থিতি পরিলক্ষিত হয়।
সুতরাং, প্রচারিত ভিডিওটি গত ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিতে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের অংশগ্রহণের দৃশ্যের শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor – নৌকার প্রচারণায় ডিপজল
- Kalbela Express – নৌকার মাঝি মাইনুল হোসাইন খান নিখিল এর সাথে মনোয়ার হোসেন ডিপজল এর ব্যাপক গণসংযোগ
- Barishal24 TV – ঢাকা-১৪ আসনে মনোয়ার হোসেন ডিপজল এর আয়োজনে ০৯ নং ওয়ার্ডে মইনুল হোসেন খান নিখিল এর নির্বাচনী পথ সভা
- Rumor Scanner’s own analysis