সিলেটে মাহা ফ্যাশন হাউসে লুটপাটের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৪ সালের 

গত ২১ আগস্ট,  “আজ সিলেটে নয়া সড়কে মাহা শপিং মহলে লুটপাট করছে কিছু টুকাই নামক সমন্বয়ক। আওয়ামীলীগ হলেই তাকে মব সৃষ্টি…” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটে মাহা ফ্যাশন হাউসে লুটপাটের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি ২০২৪ সালের ০৫ আগস্টের ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কিছু ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Shakib Ahmed’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ৫ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, এটি সিলেটের মাহা শপিং মলে লুটপাটের ঘটনা। 

পরবর্তীতে, কি ওয়ার্ড সার্চ করে সিলেটের স্থানীয় গণমাধ্যম সিলেট ভিউ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৬ আগস্ট “সিলেটে মাহার হওয়া মালামাল ফিরিয়ে দিচ্ছে জনতা” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ৫ আগস্ট (সোমবার) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও লুটপাট হয়। ৬ আগস্ট (মঙ্গলবার) সকালে কয়েক দফায় নয়াসড়ক মসজিদের মাইকে লুটপাট হওয়া মালামাল ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে ঘোষনা করে এলাকাবাসী। পরে অনেকেই লুট হওয়া মালামাল ফিরিয়ে দিয়ে যান।

সেসময় একই ঘটনার বিভিন্ন ভিডিও (,) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। 

সুতরাং, ২০২৪ সালে সিলেটে মাহা ফ্যাশন হাউসে লুটপাটের দৃশ্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img