একটি খাটের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের খাটের ছবি।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি গণভবনের নয় বরং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদের খাটের ছবি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চ করে ২০২২ সালের ১৬ জুলাই রয়টার্সের ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। ২০২২ সালে আন্দোলনের মুখে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালিয়ে গেলে আন্দোলনকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান নেয়। ছবিটি সে সময়ের।
সুতরাং, ২০২২ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদের খাটের একটি ছবি গণভবনের খাটের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- Reuters: Sri Lankan protesters cook, swim, sleep in presidential palace
- Rumor Scanner’s own analysis