বিক্ষোভকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার দাবিতে পুরোনো ছবি প্রচার 

গত ১০ ফেব্রুয়ারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শুরুর কিছুক্ষণের মধ্যেই শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ জলকামান থেকে পানি ছিটিয়ে, লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

এরই প্রেক্ষিতে, আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার সময়কার দৃশ্য দাবিতে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার সময়কার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং, ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে শুরুতে আলোচিত ছবিগুলো নিয়ে আলাদা আলাদা অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। 

ছবি যাচাই-১

অনুসন্ধানে ‘আঁলো আঁধারের গল্প’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ছবির সাথে আলোচিত ছবিগুলোর একটি ছবির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner

উক্ত পোস্টের ক্যাপশন থেকে ঘটনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এটা নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।   

ছবি যাচাই-২

এ বিষয়ে অনুসন্ধানে ‘Mma Taher’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০১৩ সালের ০২ ডিসেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ছবির সাথে আলোচিত ছবিগুলোর একটি ছবির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, হরতাল সমর্থককারীদের ওপর পুলিশের হামলার দৃশ্য এটি। অর্থাৎ, এটিও সাম্প্রতিক সময়ের ছবি নয়। 

ছবি যাচাই-৩

অনুসন্ধানে ‘Ahsan Kamrul Mazumder’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০১৬ সালের ১৬ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবিগুলোর একটি ছবির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশন থেকে ঘটনা সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এটা নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

ছবি যাচাই-৪

অনুসন্ধানে ‘Bongoj’ নামক একটি ব্লগ ওয়েবসাইট থেকে ২০০৯ সালের ২৭ মে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিগুলোর একটি ছবির মিল রয়েছে।

Image Comparison By Rumor Scanner

এই ছবিটি সম্পর্কেও কোনে তথ্য পাওয়া যায়নি ওয়েবসাইটটিতে। 

অর্থাৎ, আলোচিত ছবিগুলো অন্তত ২০০৯ সালে, ২০১৩ সালে এবং ২০১৬ সাল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এতে সহজেই প্রতীয়মান হয় যে, ছবিগুলো সাম্প্রতিক সময়ে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের সময়কার নয়। 

সুতরাং, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে সাম্প্রতিক সময়ে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জল কামান নিয়ে ছত্রভঙ্গ করার সময়কার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img