মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

সৌদি সংবাদ পাঠিকা চলমান বন্যার দৃশ্য দেখে কেঁদেছেন দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এরই প্রেক্ষিতে, সম্প্রতি এক সৌদি নারী সংবাদ পাঠিকা দেশে চলমান বন্যার খবর পড়তে গিয়ে কেঁদেছেন শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

বন্যার দৃশ্য

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি দেশের চলমান বন্যার সংবাদ পড়তে গিয়ে উক্ত নারী সংবাদ পাঠিকার কান্নার দৃশ্য নয় বরং ২০১৯ সালে সিরিয়ার একটি সংবাদ পাঠের সময় পাঠিকার কান্নার দৃশ্যের ভিডিও সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে সিরিয়া ভিত্তিক মধ্যপ্রাচ্যের আরবি ভাষার গণমাধ্যম Orient News এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৫ জুলাই প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এছাড়াও, Orient News এর অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে একই দিনে ভিডিওটি প্রচার করা হয়। 

Comparison: Rumor Scanner

ভিডিওটিতে আরবি ভাষায় সিরিয়া নিয়ে করা একটি রিপোর্ট পড়তে গিয়ে সংবাদ পাঠিকাকে আবেগতাড়িত হয়ে কান্না করতে দেখা যায়। ওরিয়েন্ট টিভিতে সংবাদ পাঠিকার সিরিয়া নিয়ে পাঁচ বছরের পুরোনো এই রিপোর্ট পড়তে গিয়ে কেঁদে ফেলার এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে এবং চলমান বন্যা পরিস্থিতি দাবিতে একটি এআই দিয়ে তৈরি ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে।

সুতরাং, বাংলাদেশের চলমান বন্যা পরিস্থিতির খবর পড়তে গিয়ে সৌদি সংবাদ পাঠিকা কেঁদেছেন দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার সংবাদের একটি ফুটেজ প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img