সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এরই প্রেক্ষিতে, সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্র সরবরাহ করছে শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি ভিডিওটি ১৩ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং প্রায় ১২ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্র সরবরাহের ভিডিও নয় বরং এটি প্রায় এক মাস আগে কক্সবাজারে পুলিশ কর্তৃক সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধার করার ভিডিও।
অনুসন্ধানে গত ০১ জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় এর ইউটিউব চ্যানেলে ‘সুপারির বস্তা থেকে বের হলো অস্ত্র’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের ফুটেজের সাথে প্রচারিত ভিডিওর বেশকিছু অংশের মিল রয়েছে।
এছাড়াও, একই ঘটনায় গত ০২ জুলাই প্রকাশিত মানবজমিনের একটি সংবাদ খুঁজে পাওয়া যায়।
সংবাদের বরাতে জানা যায়, গত ০১ জুলাই পুলিশ কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদ এলাকা থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে হেলাল উদ্দিন নামে একজনকে আটক করে। হেলাল মূলত সুপারির বস্তা ভরে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিন পাচারকালে পুলিশের হাতে আটক হয়।
এই প্রতিবেদনে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যান্য গণমাধ্যমে উক্ত দাবিটির উল্লেখ পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামে চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের অস্ত্র সরবরাহ করছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি চলমান কোটা সংস্কার আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে, গত জুলাইয়ের ভিন্ন ঘটনার ভিডিও এটি। কক্সবাজারের টেকনাফে পুলিশ কর্তৃক সুপারির বস্তা থেকে অস্ত্র উদ্ধারকালে ধারণকৃত ভিডিওকে চলমান আন্দোলনের ছাত্রশিবির কর্তৃক আন্দোলনকারীদের অস্ত্র সরবরাহের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক কোটা সংস্কার আন্দোলনকারীদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে শীর্ষক দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার সংবাদের একটি ফুটেজ প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- somoynews.tv: সুপারির বস্তা থেকে বের হলো অস্ত্র
- Manabzamin: টেকনাফে বিদেশি রাইফেল, ম্যাগাজিন গুলিসহ আটক ১
- Rumor Scanner’s own analysis