ধর্মীয় সম্প্রীতির পুরোনো ছবি কোটা আন্দোলনের প্রেক্ষাপটে প্রচার 

সম্প্রতি বাংলাদেশের কোটা আন্দোলনকে ঘিরে ধর্মীয় সম্প্রীতির একটি ছবি ইন্টারনেটে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি কোটা আন্দোলনের নয়। উইকিমিডিয়া কমন্সে থাকা মূল ছবির বর্ণনা থেকে জানা যায়, এটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ধারণকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ছবি। ফেসবুকে অনুসন্ধান করে ছবিতে থাকা একই ব্যক্তিদের আরও কিছু ছবি সম্বলিত কিছু পোস্ট (, ) খুঁজে পাওয়া যায়। যেখানে ছবিগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ‘সম্প্রীতি সপ্তাহের’ ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি কোটা আন্দোলনে ধর্মীয় সম্প্রীতির দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।    

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img