সম্প্রতি, ক্যামেরুনে ভবন ধসের ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে চারটি ভিন্ন ছবি ব্যবহার করে হয়েছে।
ছবিগুলো ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে সময় টিভি, সমকাল, বার্তা২৪, সংবাদ প্রকাশ, বাহান্ন নিউজ, ডেইলি বাংলাদেশ, দৈনিক ইনকিলাব, দীপ্ত নিউজ এবং মত ও পথ।

একই ছবি ব্যবহার করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে ক্যামেরুনে ভবন ধসের ঘটনার নয় বরং পূর্বের ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে ক্যামেরুনের সাম্প্রতিক ঘটনার দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবি যাচাই- ১

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে সময় টিভি, সংবাদ প্রকাশ এবং বাহান্ন নিউজ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান iStock এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।

ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১৯ সালের ২ ডিসেম্বর ছবিটি ওয়েবসাইটে আপলোড করা হয়।
অর্থাৎ, ছবিটি অন্তত চার বছরের পুরোনো।
ছবি যাচাই- ২

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি বাংলাদেশ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে নাইজেরিয়া ভিত্তিক গণমাধ্যম Punchng এ ২০১৯ সালের ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ২৯ জুলাই লাগোস মেইমল্যান্ডের বারিগা এলাকায় আংশিক ধসে পড়া দুই তলা ভবন থেকে এক বাড়িওয়ালা ও যমজ মেয়েসহ চার শিশুকে উদ্ধার করা হয়েছে।
অর্থাৎ, এই ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়।
ছবি যাচাই- ৩

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল, দীপ্ত নিউজ এবং মত ও পথ।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান iStock এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।

ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ অক্টোবর ছবিটি ওয়েবসাইটে আপলোড করা হয়।
অর্থাৎ, ছবিটি অন্তত ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
ছবি যাচাই- ৪

এই ছবিটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব এবং বার্তা২৪।
কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়।
ছবিটির মূল সূত্রের বিষয়ে অনুসন্ধানে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এর ওয়েবসাইটে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, গত ০১ জুলাই আইভরি কোস্টের আবিদজানে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ঘটনার ছবি।
অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের ক্যামেরুনের ঘটনার নয়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ছবি শীর্ষক কোনো তথ্য উল্লেখ করা হয়নি বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহীত এবং কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহীত উল্লেখ কিংবা কোনো তথ্য উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই ছবিগুলো ক্যামেরুনের সাম্প্রতিক ভবন ধসের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অমূলক নয়।
মূলত, গত ২৩ জুলাই ক্যামেরুনে ভবন ধসের ঘটনায় দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ক্যামেরুনের ঘটনার দাবিতে চারটি ছবি ব্যবহার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো উক্ত ঘটনার নয়। নাইজেরিয়া এবং আইভরি কোস্টসহ ভিন্ন ভিন্ন দেশের ও ঘটনার ছবিকে ক্যামেরুনের সাম্প্রতিক ভবন ধসের ঘটনার খবরে ব্যবহার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো ক্যামেরুনের সাম্প্রতিক ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।
সুতরাং, ক্যামেরুনের সাম্প্রতিক ভবন ধসের ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একাধিক পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- iStock: https://www.istockphoto.com/photo/remains-of-hurricane-or-earthquake-aftermath-disaster-damage-on-ruined-old-houses-gm1190427776-337467011
- Punchng: Landlord, four children injured in Legos building collapse
- iStock: https://www.istockphoto.com/photo/remains-of-hurricane-or-earthquake-disaster-damage-on-ruined-old-house-with-gm1051959012-281231517
- Reuters: Seven killed in building collapse in Ivory Coast
- Rumor Scanner’s Own Analysis