Fact Check: লকডাউনে সেনাবাহিনীর কঠোরতার চিত্র দাবীতে প্রচারিত ছবিটি পুরোনো

সম্প্রতি “ভাইটি রাস্তায় সেনাবাহিনী আছে কিনা দেখতে বাহির হয়েছিল, তারপর কনর্ফাম হয়ে বাড়ি ফিরলেন” শীর্ষক শিরোনামে একটি ছবি সেনাবাহিনীর কঠোরতা দাবীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায় প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে চলমান লকডাউনের নয় বরং পুরোনো।

মূলত ২৫ শে মার্চ ২০২০ সালে Yakthung culture নামক একটি নেপালীয় ফেসবুক পেজে লকডাউনে পুলিশের কঠোরতার শিরোনামে ছবিটির সবথেকে পুরোনো পোস্ট খুঁজে পাওয়া যায়।

একই দিনে উক্ত ছবিটি ব্যবহার করে ট্রল/মিম তৈরি করে রেডিটেও সেটি পোস্ট করা হয়েছিলো

পরবর্তীতে বাংলাদেশেও ২০২০ সালের বিভিন্ন সময়ে সেনাবাহিনীর কঠোরতা দাবীতে ছবিটি শেয়ার হতে দেখা গিয়েছে। ২০২০ সালে ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

উল্লেখ্য, ছবিটিতে লকডাউনে নেপাল পুলিশের কঠোরতা এবং বাংলাদেশে সেনাবাহিনীর কঠোর অবস্থানের চিত্র দাবী করা হলেও ছবিটির প্রকৃত স্থান, ঘটনা এবং ভুক্তভোগীর কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি তবে এটি নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ে চলমান লকডাউনের নয়।

অর্থাৎ, পুরোনো ও ভিন্ন কোন ঘটনার একটি ছবিকে চলমান লকডাউনের মধ্যে সেনাবাহিনীর কঠোরতা দাবীতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ভিন্ন কোন ঘটনার একটি ছবিকে চলমান লকডাউনের মধ্যে সেনাবাহিনীর কঠোরতা দাবী
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img