সাম্প্রতিক বন্যার পানিতে মসজিদে মোনাজাতের দৃশ্য দাবিতে পুরোনো ছবি প্রচার 

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে বন্যা কবলিত এলাকায় জুম্মার দিন (২৩ আগস্ট) একটি মসজিদে বুক পরিমাণ পানিতে বসে মোনাজাত করার দৃশ্য দাবিতে একটি ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক বন্যার

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন যমুনা টিভি। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মসজিদে বুক পরিমাণ পানিতে বসে মোনাজাত করার এই ছবিটি চলমান বন্যার ঘটনার নয় বরং এটি ২০২১ সালে সাতক্ষীরা থেকে তোলা ছবি। 

অনুসন্ধানে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস এর ওয়েবসাইটে ‘Pray for Mercy’ শিরোনামে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটি প্রচারিত ছবির সাথে মিলে যায়।

Screenshot collage: Rumor Scanner

উক্ত ছবিটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ছবিটি ২০২১ সালের ০৮ অক্টোবর সাতক্ষীরার বন্যার সময়ে তোলা হয়। ঐদিনও শুক্রবার ছিল। ছবিটি তুলেছেন সারোয়ার হোসেন অপু নামের একজন চিত্রগ্রাহক। 

এছাড়াও, ইন্সটাগ্রামে সারোয়ার হোসেন অপু’র অ্যাকাউন্টে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর ছবিটি পাওয়া যায়। উক্ত পোস্ট থেকে জানা যায়, ছবিটি International Photography Awards 2022 – Best of Show Curator Selection এ স্থান পেয়েছিল। 

সুতরাং, সাতক্ষীরায় মসজিদে বন্যার পানিতে বসে মোনাজাতের পুরোনো দৃশ্যকে বাংলাদেশের চলমান বন্যার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img