Fact Check: ভিডিওটি প্যারিস বিমানবন্দরে পিএসজি সমর্থকদের জনসমাগমের নয়

সম্প্রতি “মেসি এখন প্যারিসের উদ্দেশ্যে প্লেনে অবস্থান করছেন, সর্বকালের সেরা ফুটবলারকে বরণ করে নিতে পুরো প্যারিসে এমন আনন্দ মিছিল চলছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্যারিস বিমানবন্দর

প্যারিস বিমানবন্দর

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জনসমাগমের ভিডিওটি প্যারিস বিমানবন্দরের নয় বরং এটি NBA Championship 2021 এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঘটা জনসমাগমের ভিডিও।

ভিডিও সার্চিং প্রযুক্তির সহায়তায় দেখা যায়, মূল ভিডিওটি গত ২১ জুলাই NBA এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিলো।

গত ২১ জুলাই যুক্তরাষ্ট্রের Milwaukee শহরে The National Basketball Association (NBA) চ্যাম্পিয়নশীপ-২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে Milwaukee bucks এবং Phoneix Suns প্রতিদ্বন্দ্বীতা করে।

প্যারিস বিমানবন্দর

মূলত NBA চ্যাম্পিয়নশীপের ফাইনালকে (Game-6) ঘিরেই দুই দলের বিপুল সমর্থক জড়ো হওয়ার ফলে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয় সেখানে।

 

প্যারিস বিমানবন্দর
প্রতিবেদনটি পড়ুন এখানে

প্যারিস বিমানবন্দর

তাছাড়া, ভিডিওতে একটি সাইন বোর্ডে The Mecca Sports Bar & Gril লেখা দেখা যায়। গুগল স্ট্রিট ভিউ এর সহায়তায় রেস্টুরেন্টটির অবস্থানও খুঁজে পাওয়া গিয়েছে।

প্যারিস বিমানবন্দর

উল্লেখ্য, লিওনেল মেসি গতকাল বার্সেলোনা থেকে প্যারিসে অবতরণ করেছেন এবং মেসির আগমনকে ঘিরে বিমানবন্দর এলাকায় সমর্থকদের ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়েছিলো।

অর্থাৎ, যুক্তরাষ্ট্রের Milwaukee শহরে NBA Championship এর ফাইনালকে ঘিরে হওয়া জনসমাগমের ভিডিওটিকে বর্তমানে লিওনেল মেসির প্যারিস আগমনে এয়ারপোর্টে উপস্থিত পিএসজি সমর্থকদের সমাগম দাবীতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: প্যারিসে মেসির জন্য অপেক্ষায় হাজারো ভক্তরা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img