মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

সমন্বয়করা উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বারা অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সশস্ত্র হামলার শিকার হয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে সশস্ত্র হামলারনয় বরং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আনসার ও শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে শিক্ষার্থী কর্তৃক আনসার কর্মকর্তাদের গাড়িতে ভাঙচুরের চেষ্টা চালানোর ভিডিও।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে মূলধারার গণমাধ্যম বিডিনিউজ ২৪ এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৫ আগস্ট প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে প্রচারিত ভিডিওটির দৃশ্যের হুবহু মিল রয়েছে।

Screenshot collage: Rumor Scanner

পরবর্তীতে, বিডিনিউজ ২৪ এর ওয়েবসাইটে একইদিনে অর্থাৎ গত ২৫ আগস্ট ‘সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। 

উক্ত সংবাদের বরাতে জানা যায়, গত ২৫ আগস্ট জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে, শিক্ষার্থীদের সাথে কয়েক দফায় সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সংঘর্ষের এক পর্যায়ে শিক্ষার্থীরা আনসার কর্মকর্তাদের গাড়ি সামনে পেয়ে ভাঙচুরের চেষ্টা করে। প্রচারিত ভিডিওটি তখনকার। তবে সেনাবাহিনী, বিজিবি ও কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় রক্ষা পান তারা। 

সুতরাং, আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেসর সমন্বয়ক কর্তৃক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ওপর সশস্ত্র হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img