গোপালগঞ্জে ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গত ৮ আগস্ট (শুক্রবার), “বাদ জুম্মা গোপালগঞ্জে ছাত্রলীগের বিশাল মিছিল।” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি এটি ২০২৪ সালে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিলের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “BS News TV” নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২২ আগস্ট “গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ।। Awami League Protest March In Gopalganj.” প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

উল্লিখিত সূত্র থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ আগস্ট “গোপালগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার দায়ে ১০৬ জনের নামে মামলার প্রতিবাদে ২০২৪ সালের ২২ আগস্ট (বৃহস্পতিবার) বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমসহ অন্যান্য নেতাকর্মীদের নামে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শহরের ব্যাংকপাড়ার দলীয় কার্যালয়ে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এলাকায় গিয়ে শেষ হয়।

অর্থাৎ, গোপালগঞ্জে মিছিলের ভিডিওটি গত ৮ আগস্টের নয়। 

সুতরাং, ২০২৪ সালে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img