সম্প্রতি, “আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আওয়ামী লীগ মাঠে ফিরেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু” ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২ লক্ষ ৭৫ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজপথে নামার কোনো ঘটনার নয় বরং, এটি ২০২৩ সালে বিএনপির এক দফার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কর্মসূচির ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওতে দৃশ্যমান ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Channel 24’ এর লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২ আগস্ট ‘দীর্ঘ দিন পর রাজপথে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল | 14 Dol | Awami League | Dhaka | Channel 24’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ সেকেন্ড অংশ থেকে ১৪ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ১৪ দলীয় জোট। একই দিন তৎকালীন বঙ্গবন্ধু এভিনিউতে মিছিল সমাবেশ করে আওয়ামী লীগ।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ২ আগস্ট “বিএনপির এক দফার বিরুদ্ধে আজ মাঠে নামছে ১৪–দলীয় জোট” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় বিএনপি ও তাদের মিত্রদের চলমান এক দফা আন্দোলনের বিরুদ্ধে জোটগতভাবে রাজপথে কর্মসূচি পালন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। ০২ আগস্ট (২০২৩) থেকে পরবর্তী এক সপ্তাহ ঢাকায় নানা কর্মসূচি পালন করে তৎকালীন ক্ষমতাসীনদের এই জোট।
এ বিষয়ে সেসময় বিভিন্ন গণমাধ্যম একই তথ্যসংবলিত সংবাদ (১,২) প্রচার করে।
সুতরাং, ২০২৩ সালে বিএনপির এক দফার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের কর্মসূচির ঘটনাকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজপথে নামার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।