তেলের দাম বৃদ্ধি করায় রেগে বাইকে আগুন দেওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি “তেলের দাম বৃদ্ধি করায় রেগে বাইকে আ’গুন দিল যুবক | ক্ষেপে গিয়ে প্রধানমন্ত্রীকে একি বললাে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তেলের দাম বাড়ানোয় রেগে বাইকে আগুন দেওয়ার দাবিটি সঠিক নয় বরং রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এক ব্যক্তি।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, বেসরকারি টেলিভিশন Jamuna TV এর ফেসবুক পেজে ৮ আগস্ট “অনুরোধ রাখলো না ট্রাফিক পুলিশ, ক্ষোভে আগুন দিলেন নিজের বাইকে!” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৮ আগস্ট রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা ও পেশায় বালু ব্যবসায়ী আশিক আলী ট্রাফিক সার্জেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, আশিক আলীর বাইকের কাগজপত্র না থাকায় ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে গেলে তিনি নিজের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন। এর আগেও কাগজপত্র না থাকায় তাকে ট্রাফিক পুলিশ জরিমানা করেছিল।

পরবর্তীতে, জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন সংস্করণে ৯ আগস্ট “রাজশাহীতে বাইক আটকানোয় আগুন ধরিয়ে দিলেন চালক” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from Jugantor website

প্রতিবেদনটি থেকে জানা যায়, রাজশাহীতে আশিক আলী নামে এক যুবক তার নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। সার্জেন্ট সড়কে মোটরসাইকেল আটকানোর প্রতিবাদে সোমবার মহানগরীর কোর্ট অকট্রয় মোড়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। আগুন লাগানোর আগে আশিকসহ তিনজন বাইকে চড়ে যাচ্ছিলেন। এ সময় আশিকের মাথায় হেলমেট ছিল না।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, বিষয়টি নিয়ে আশিক সেখানে দায়িত্বরত সার্জেন্ট কাইয়ুমের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে তিনি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভান।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তেলের দাম বৃদ্ধি করায় রেগে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর কোনো কোনোটিতে প্রত্যক্ষদর্শী আবার কোনো কোনোটিতে ভুক্তভোগীর পরিচয়ে দেখানো যুবকের বক্তব্যটি যাচাই করে Juger Konthosor নামের একটি ফেসবুক পেজে ৬ আগস্ট “১৬ কোটি মানুষ গুনতে ১৫শ কোটি টাকার বাজেট” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়।

ভিডিও ফুটেজটিতে আলোচিত ব্যক্তিটির পরিচয় ও ভিডিও ধারণের স্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এটি নিশ্চিত যে, এই ভিডিও ফুটেজটির সঙ্গে রাজশাহীতে বাইকে আগুন দেওয়ার ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। 

মূলত, গত ৮ আগস্ট রাজশাহী নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার বাসিন্দা ও পেশায় বালু ব্যবসায়ী আশিক আলী ট্রাফিক সার্জেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। কিন্তু বর্তমানে এই ঘটনাটিকেই তেলের দাম বৃদ্ধি করায় রেগে বাইকে আগুন দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানায়, বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারে ১৩০ টাকা ও অকটেনের দাম বাড়িয়ে ৫১.৬৮%, প্রতি লিটার  ১৩৫ টাকা করা হয়েছে। যা শুক্রবার মধ্যরাতের পর থেকে কার্যকর হয়।

সুতরাং, তেলের দাম বাড়ানোয় যুবকের রেগে বাইকে আগুন দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

Jamuna TV Facebook Page: অনুরোধ রাখলো না ট্রাফিক পুলিশ, ক্ষোভে আগুন দিলেন নিজের বাইকে!
Daily Jugantar: রাজশাহীতে বাইক আটকানোয় আগুন ধরিয়ে দিলেন চালক
bdnews24.com: ডিজেল ও কেরোসিনের দাম এক ধাক্কায় ৪২.৫%; অকটেন ও পেট্রোলে ৫১% বাড়ল

আরও পড়ুন

spot_img