বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

আর্জেন্টিনাকে নিয়ে ওবায়দুল কাদেরের নামে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি “আর্জেন্টিনা এমন ভাব করছে যেন বিশ্বকাপ জিতে গেছে ? – ওবায়দুল কাদের” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে।

একই তথ্য ভিন্নভাবে প্রচার করা কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনাকে নিয়ে ওবায়দুল কাদের কোনো মন্তব্য করেননি বরং ভিত্তিহীনভাবে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

গুজবের সূত্রপাত

ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্ররান্স ম্যাচে আর্জেন্টিনা জয় লাভ করে। ফাইনাল ম্যাচের পরদিন ১৯ ডিসেম্বর রাত ১১টা ৩৭ মিনিটে “ছোটো গল্প” নামে একটি ফেসবুক পেইজে “আর্জেন্টিনা সাপোর্টাররা এমন ভাব শুরু করছে যেন তারা বিশ্বকাপ জিতে গেছে” শীর্ষক শিরোনামে প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায় ফেসবুক মনিটরিং টুলের মাধ্যমে। ব্যাঙ্গাত্বক এই পোস্টটি পরে একাধিক শেয়ার ও কপি পেস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পরবর্তীতে পোস্টের বক্তব্যের সাথে ওবায়দুল কাদের-এর নাম জুড়ে দিয়ে তা প্রচার করা হচ্ছে।

অনুসন্ধান

ওবায়দুল কাদেরের “Obaydul Quader” নামক ভ্যারিফাইড ফেসবুক আইডিতে, গত ১৯ ডিসেম্বর সকাল ৬টা ৭ মিনিটে দেওয়া মেসি ও এমবাপ্পেকে নিয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টে তিনি বলেছেন, “মেসি বিশ্বকে মুগ্ধ করেছেন। তবে এমবাপ্পের ম্যজিক কখনো ভুলে যাওয়া উচিত না।”

ঐ পোস্টের আগে তিনি শেষ ৯ ডিসেম্বর একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটিতে তিনি বলেছেন, “আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।”

এছাড়া, আর্জেন্টিনাকে নিয়ে ওবায়দুল কাদের-এর বক্তব্য সংক্রান্ত কোনো সংবাদও গণমাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে নেওয়ার পরদিন হাস্যরসাত্মক ভঙ্গিতে “আর্জেন্টিনা সাপোর্টররা এমন ভাব শুরু করছে যেন তারা বিশ্বকাপ জিতে গেছে” শীর্ষক পোস্টটি  করা হলে তা একাধিক শেয়ার ও কপি পেস্টের মাধ্যমে বিভিন্ন পেজ ও গ্রুপ গুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঐ আলোচিত বক্তব্যটির সাথে ওবায়দুল কাদের-এর নাম জুড়ে দিয়ে প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ছিলো ফ্রান্স। ম্যাচটি ১৮ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত হয়। এই ম্যাচ জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ৩য় বারের মতো জয় করে নিয়েছে ফিফা বিশ্বকাপ।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ২০২২ কে কেন্দ্র করে প্রচারিত গুজবকে শনাক্ত করে প্রিতিনিয়ত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করছে রিউমর স্ক্যানার।

সুতরাং, আর্জেন্টিনাকে নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের দাবিতে যে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; তা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • ফেসবুক অ্যাকাউন্ট: Obaydul Quader
  • রিউমর স্ক্যানারের নিজস্ব অনুসন্ধান
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img