ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম স্থায়ীভাবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের রেড লাইট এরিয়ায় বসবাস শুরু করেছেন দাবিতে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি লাল বাতির রাস্তায় দাঁড়িয়ে আছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুসরাত তাবাসসুম নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের রেড লাইট এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত। প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে সংগৃহীত নেদারল্যান্ডের একটি ছবিতে নুসরাত তাবাসসুমের সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের একটি ছবি বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Tours in Amsterdam’ নামক ওয়েবসাইটে ‘Red Light District in Amsterdam Unveiled: A Comprehensive Guide to the Infamous De Wallen’ শীর্ষক শিরোনামে প্রকাশিত গাইডে ‘Red Light Windows’ পরিচিতি পার্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির নুসরাত তাবাসসুমের দৃশ্য ব্যতীত বাকি অংশের সাদৃশ্য রয়েছে। পরবর্তীতে, নুসরাত তাবাসসুমের ছবিটির বিষয়ে অনুসন্ধানে নুসরাত তাবাসসুমের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি প্রোফাইল ছবি হিসেবে খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

অর্থাৎ, আলোচিত ছবিতে প্রকৃতপক্ষে নুসরাত তাবাসসুম ছিলেন না। নুসরাতের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার একটি ছবি সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিতে বসানো হয়েছে।

এছাড়া, নুসরাত তাবাসসুমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে গত ০৬ নভেম্বরের একটি পোস্ট থেকে জানা যায়, নুসরাতসহ তিনজন গত ১৪ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় যান জাতিসংঘের মানবাধিকার কমিশনের ৫৭ তম অধিবেশন এমং এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্যানেল ডিসকাশনের প্যানেলিস্ট হিসেবে অংশ নিতে। 

নুসরাত তাবাসসুমের পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম The Financial Express এর ওয়েবসাইটে গত ১৩ অক্টোবর ‘Bangladeshi youth advocates shine at 57th UN Human Rights Council Session’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৭তম অধিবেশনে বাংলাদেশি তরুণদের প্রতিনিধিত্ব করেন মেঘমলার বোস, আনিকা তাহসিনা ও নুসরাত তাবাসসুম।

আরও জানা যায়, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম-এশিয়া) সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৫৭তম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের তরুণ মানবাধিকার রক্ষকদের প্রতিনিধি হিসেবে আনিকা তাহসিনা, মেঘমলার বোস এবং নুসরাত তাবাসসুমকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এছাড়া, অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে নুসরাত তাবাসসুমের নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে স্থায়ীভাবে বসবাস শুরু করার দাবির পক্ষে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম নেদারল্যান্ডসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এই বিষয়ে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img