শুক্রবার, মে 23, 2025

ভারতীয় হাইকমিশনে হামলা করার আহ্বান জানাননি নুর, প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড

গত ০৩ ডিসেম্বর ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে গণঅধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুরের নামে ‘ভারত প্রসঙ্গে নুরুল হক নুর “আপনারাও ভারতীয় হাইকমিশনে হামলা করুন, এখন শুধু মারের বদলে মার হবে” শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুরুল হক নুর ভারতীয় হাইকমিশনে হামলা করার আহ্বান জানাননি এবং প্রথম আলোও উক্ত দাবিতে কোনো ফটোকার্ড প্রচার করেনি বরং প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডের ডিজাইন সম্পাদনার মাধ্যমে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০২ ডিসেম্বর, ২০২৪  উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, প্রথম আলো’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ০৩ ডিসেম্বর প্রথম আলোর ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে একটি পোস্ট করা হয়। 

Screenshot: Facebook 

এছাড়া, নুর সম্প্রতি এমন কোনো মন্তব্য করার প্রমাণ বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। 

সুতরাং, নুরুল হক নুরকে উদ্ধৃত করে প্রথম আলোর নামে প্রচারিত আলোচিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img