মক্কার ইমামের কাছে নূপুর শর্মার তওবা করার দাবিটি মিথ্যা

“মক্কার ইমামের কাছে তওবা করবেন নুপুর শর্মা। হঠাৎ লাইভে এসে যেই ঘোষণা দিলেন!-” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মক্কার ইমামের কাছে তওবা করবেন নুপুর শর্মা। হঠাৎ লাইভে এসে যেই ঘোষণা দিলেন!” শীর্ষক শিরোনামের সাথে সংযুক্ত ভিডিওটির কোনো সমঞ্জস্যতা নেই বরং ভিডিওটির কোথাও নুপুর শর্মার তওবা করার কোন দৃশ্য পাওয়া যায় না।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, Hindustan Times ২০২২ সালের ০৫ জুন প্রকাশিত Suspended BJP leader Nupur Sharma apologises for remarks on Prophet শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়,বিজিপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা ক্ষমা চেয়ে তার বক্তব্য তুলে নেন। তিনি বলেন কোন ধর্মের মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করার উদ্দেশ্য তার ছিলো না। 

পাশাপাশি, নুপুর শর্মার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে তার ক্ষমা চেয়ে করা টুইটটি খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ৫জুনে করা টুইটের শেষের দিকে নুপুর শর্মা জানান  তিনি বিনাশর্তে তার পুর্বের মন্তব্য তুলে নিচ্ছেন এবং কোন ধর্মকে আঘাত করার ইচ্ছা তার ছিলোনা ।

অন্যদিকে, মক্কার ইমামের কাছে ক্ষমা চেয়েছেন নুপুর শর্মা এ ধরনের কোন সংবাদ ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ৯ঃ৩৫ মিনিটের ভিডিওটির কোথাও   নুপুর শর্মার মক্কার ইমামের কাছে ক্ষমা চেয়েছেন বা তওবা করবেন এমন কোন লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায় না। ভিডিওটির ১ঃ০১ মিনিটে হাওড়ার অনুসূয়া দাস নামে একজন নারী নুপুর শর্মার বিতর্কিত বক্তব্য নিয়ে তিনি তার মন্তব্য প্রদান করেন।

অনুসূয়ার বক্তব্য শেষ হয় ভিডিওটির ৬ঃ৪৫ মিনিটে। এরপর ভিডিওটির ৬ঃ৫৫ মিনিট থেকে ৯ঃ১৪ মিনিট পর্যন্ত নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া সম্বলিত কিছু ভিডিও তুলে ধরা হয়।এবং শেষে উপস্থাপকের বক্তব্য দিয়ে ভিডিওটি শেষ হয়ে যায়।

মূলত, নূপুর শর্মা লাইভে এসে মক্কার ইমামের কাছে তওবা করবেন এমন দাবিতে আলোচিত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলেও উক্ত ভিডিওর কোথাও এই ধরণের কোনো দৃশ্য বা নূপুর শর্মার ঘোষণা দেখা যায় নি। অর্থাৎ বিভ্রান্তিকর শিরোনামে ভিত্তিহীন ভাবে উক্ত ভিডিওটি প্রচার করা হচ্ছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য প্রদানের জন্য আরব বিশ্বে ক্ষোভ  জানায় এবং ভারত বয়কটের কথা বলে। ভারতেও সহিংশতা শু হলে  বিজেপি থেকে বহিষ্কার করা হয় নুপুর শর্মাকে। এরপর অফিশিয়াল টুইটার একাউন্টে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে টুইট করেন নুপুর শর্মা। এ ঘটনাকেই মক্কার ইমামের কাছে তাওবা করেছেন নুপুর শর্মা শিরোনামে অসমাঞ্জস্য শিরোনামে প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

প্রসঙ্গত, গত জুন মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, ধর্মপ্রাণ মুসলমান এবং মুসলিম বিশ্বের প্রতিনিধিগণ

সুতরাং, “মক্কার ইমামের কাছে তওবা করবেন নুপুর শর্মা। হঠাৎ লাইভে এসে যেই ঘোষণা দিলেন!”  শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

তথ্যসূত্র

The Hindustan Times: Suspended BJP leader Nupur Sharma apologises for remarks on Prophet | Latest News India – Hindustan Times

Nupur Sharma Tweet: https://twitter.com/NupurSharmaBJP/status/1533422867458629632

The Economic Times:Nupur Sharma apologises for her remarks on Prophet after suspension from BJP – The Economic Times Video

আরও পড়ুন

spot_img