সম্প্রতি, “নোয়াখালীর চাটখিলে রোড এক্সিডেন্টে নোবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় কোনো নোবিপ্রবি শিক্ষার্থী মারা যায়নি বরং নোয়াখালী সরকারি কলেজের এক শিক্ষার্থী মারা গেছে।
অনুসন্ধান যেভাবে
এডভান্স টুল ব্যবহার করে ফেসবুকে গতকাল (২৮ ডিসেম্বর) ‘নোবিপ্রবি সাংবাদিক সমিতি-নোবিপ্রবিসাস’ নামক পেজে এ সংক্রান্ত প্রথম পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টের কমেন্ট সেকশন পর্যবেক্ষণ করে ‘Md. Shojib Hossen’ নামক এক ব্যক্তির কমেন্ট দৃষ্টিগোচর হয় রিউমর স্ক্যানার টিমের।
জনাব সজীব লিখেছেন, “আমি যতদূর এখন পর্যন্ত জানতে পারছি ছেলেটা নোয়াখালী সরকারি কলেজের। কিন্তু যাইহোক একটা মানুষের মৃত্যু হইছে এক্সিডেন্টে এটাই বড় কথা। কিন্তু আপনারা সঠিক এবং সম্পুর্নটা জেনে অবশ্যই আমাদের জানাবেন। নিচে ছেলেটির আইডি দেয়া হলো যেখান থেকে এটা বুঝা যাচ্ছে ছেলেটা নোয়াখালী কলেজের নোবিপ্রবির না।”
জনাব সজীব তার কমেন্টের সাথে ‘Shihab Uddin Soron’ নামক একটি প্রোফাইলের স্ক্রিনশট দিয়েছেন।
পরবর্তীতে উক্ত প্রোফাইলের About সেকশন থেকে জানা যায়, শিহাব উদ্দিন স্মরণ নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী।
অধিকতর অনুসন্ধানে গতকাল (২৮ ডিসেম্বর) জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র ওয়েবসাইটে “নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, “নোয়াখালীর চাটখিল উপজেলার সাহপুর ইউনিয়নে মোটরসাইকেল ও ওষুধবাহী ভ্যান গাড়ির সংঘর্ষে ছাত্রদল নেতা শিহাব উদ্দিন স্মরণ (২৪) নিহত হয়েছেন। তিনি নোয়াখালী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র”।
এ বিষয়ে একাধিক গণমাধ্যমের (সময় নিউজ, একুশে টিভি) প্রতিবেদনে একই তথ্য প্রকাশিত হয়েছে।
অর্থাৎ, মৃতব্যক্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী নয়।
মূলত, গত ২৮ ডিসেম্বর নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী শিহাব উদ্দিন স্মরণ নিহত হন। তার নিহত হওয়ার খবরকে “সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু” শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, সড়ক দুর্ঘটনায় নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীর মৃত্যুকে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু দাবিতে সম্প্রতি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Shihab Uddin Soron: Facebook Profile About
- আজকের পত্রিকা: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
- Md. Shojib Hossen Comment on Facebook