সম্প্রতি, ‘গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই ইউনিয়ন বিএনপি’র সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের সভাপতি এক তরুণীকে প্রকাশ্যে পাইপ দিয়ে এলোপাথাড়ি পেঠাচ্ছেন।’ – এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এছাড়াও, ভিডিওটিকে ২০২০ সালের ছাত্রলীগ নেতার ভিডিও দাবি করে ২০২০ সালের যুগান্তরের একটি নিউজে আলোচিত ভিডিওর ফ্রেম কোলাজ দেখিয়ে ভিডিওটিকে পুরোনো হিসেবে দাবি করা হচ্ছে।
ক্যাপশনে দাবি করা হয়, ‘এভাবেই বটবাহিনী গুজব ছড়িয়েই যাচ্ছে প্রতিনিয়ত! ২০২০ সালের ছাত্রলীগ নেতার ভিডিও ২০২৫ সালে এসে ছাত্রদল বলে চালিয়ে দিলো!’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি গাজীপুরের প্রেম সংক্রান্ত কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি বরিশালের ঘটনা। উক্ত ঘটনার সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই। উক্ত ঘটনায় ভুক্তভোগী এবং অভিযুক্তের পক্ষ থেকে চাঁদা এবং জমি সংক্রান্ত বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। তবে, কোনো পক্ষই তাদের অভিযোগে প্রেম সংক্রান্ত ঘটনা এমন কোনো দাবি করেনি। তাছাড়া, এটি ২০২০ সালের ঘটনাও নয়। এমনকি যুগান্তরের সংবাদ দাবিতে প্রচারিত স্ক্রিনশটটিও সম্পাদিত। যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত পুরোনো একটি সংবাদের ফিচারে আলোচিত ভিডিওটি যুক্ত করে স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ভিডিওটিতে থাকা ‘এখন বাংলা টিভি’ লেখার সূত্র ধরে ‘Ekhon Bangla Tv’ নামক ফেসবুক পেজে গত ২৩ জুলাই ভিডিওটি প্রচার করতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘আব্বা আব্বা বলে তরুণীর আহাজারি।
ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক পাইপ দিয়ে এক ব্যক্তিকে এলোপাতাড়ি আঘাত করছে।
স্থান : উজিরপুর, ধামুরা বাজার।’

পেজটি থেকে ভিডিওটির মন্তব্যের ঘরে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে সোহেল রানা (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাত্রদল নেতার নেতৃত্বে পিটিয়ে জখম করার ভিডিও এটি। জমিসংক্রান্ত বিরোধের জেরে বুধবার [২৩ জুলাই] বিকেলে ধামুরা বাজারে প্রকাশ্যে এ হামলা হয়।
জানা যায়, হামলার নেতৃত্ব দেওয়া ধামুরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির ব্যাপারী। এবং নির্যাতনের শিকার সোহেল শোলক ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
তবে, ঘটনাটি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সোহেল রানার অভিযোগ, ধামুরা বাজারে তাঁর কাঠ, স্যানিটারি রিং-স্ল্যাব বিক্রি ও চায়ের দোকান রয়েছে। হামলাকারীরা তাঁর প্রতিবেশী। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় তাঁকে নির্মমভাবে পেটানো হয়। তাঁকে রক্ষা করতে গেলে বাবা আবু বক্কর ও স্ত্রী নেহেরু বেগম হামলার শিকার হন। আহত হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হওয়ার পর হামলাকারীরা তাঁর চায়ের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলেও দাবি করা হয়।
অভিযুক্ত সাব্বিরের বাবা সেলিম ব্যাপারীর দাবি, পাশাপাশি বসতবাড়ি হওয়ায় সোহেল তাঁর ২ শতাংশ জমি দখলে রেখেছেন। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। ২৩ জুলাই বিকেলে সেলিমের স্ত্রী বিরোধীয় জমিতে গেলে সোহেল হামলা করেন। মাকে আঘাতের খবর পেয়ে সাব্বির ঘটনাস্থলে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। এ খবর জানতে পেরে সাব্বিরের ঘনিষ্ঠজন ছাত্রদলের কর্মীরা সোহেলকে পিটিয়েছেন।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় গণমাধ্যম আজকের পত্রিকা, ঢাকা ট্রিবিউন, বাংলাদেশ প্রতিদিন এবং বরিশালের স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম টাইমস অফ বরিশাল -এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, এটি নিশ্চিত যে ঘটনাটি গাজীপুরের নয়। এটি বরিশালের ঘটনা। তাছাড়া, উক্ত ঘটনার সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই। ভুক্তভোগী এবং অভিযুক্তের পক্ষ চাঁদা এবং জমি সংক্রান্ত বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করলেও প্রেম সংক্রান্ত ঘটনার কোনো তথ্য তাদের অভিযোগে নেই।
যুগান্তরের নিউজ যাচাই
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে যুগান্তরের স্ক্রিনশট দাবিতে থাকা স্ক্রিনশটের তথ্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে যুগান্তরের ফেসবুক পেজে ২০২০ সালের ১৮ অক্টোবর প্রচারিত পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, পোস্টের সংবাদে আলোচিত ছবিটি ছিল না। এছাড়াও পোস্টের সংবাদ লিংকটিতে প্রবেশ করেও আলোচিত স্ক্রিনশটে থাকা ছবি দেখতে পাওয়া যায়নি। তাছাড়া, যুগান্তরের প্রতিবেদনের ঘটনাটি ২০২০ সালের কিশোরগঞ্জের হোসেনপুরের ঘটনা। আর বর্তমানের আলোচিত ভিডিওর ঘটনাটি বরিশালের।

সুতরাং, বরিশালের ভিন্ন একটি ঘটনার ভিডিওকে গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই ইউনিয়ন ছাত্রদলের সভাপতির এক তরুণীকে প্রকাশ্যে পাইপ দিয়ে এলোপাথাড়ি পেঠানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। এছাড়া, যুগান্তরের সংবাদ দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekhon Bangla Tv : Facebook Post
- Dhaka Tribune : ‘যারে যেখানে ভালো লাগবে, তারে সেখানে কোপামু’
- Ajker Patrika : ‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’
- Bangladesh Pratidin : যারে পামু তারে কোপামু
- Times of Barisal : ‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’
- Jugantor : Facebook Post
- Jugantor : প্রেম প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে প্রকাশ্যে কোপাল ছাত্রলীগ নেতা