শনিবার, মে 24, 2025

আওয়ামী লীগের অবরোধ নয়, এটি বহিষ্কৃত বিএনপি নেতাদের সমর্থকদের বিক্ষোভ সমাবেশের পুরোনো ভিডিও

সম্প্রতি, ঢাকার মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আওয়ামী লীগ সমর্থকদের কোনো বিক্ষোভ সমাবেশের নয় এবং ভিডিওটিতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেওয়া হয়েছে শীর্ষক দাবিটিও সঠিক নয়। বরং, এটি গত ১৬ মার্চ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বহিষ্কৃত নেতা ও তাদের অনুসারীদের ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় বিক্ষোভ সমাবেশের সময় ধারণকৃত ভিডিও যা আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।  

এই বিষয়ে অনুসন্ধানে ‘News16’ নামের একটি ফেসবুক পেজে গত ১৬ মার্চ ‘দল থেকে বহিষ্কারকৃত বিএনপি নেতাকর্মীদের বি*ক্ষো*ভ। মিরপুর’ শীর্ষক ক্যাপশনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একটি দীর্ঘতম সংস্করণ খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner 

ভিডিওটিতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তরের কয়েকজন সদস্যকে বহিষ্কার করে বিএনপি এবং এই মূহুর্তে বহিষ্কৃত সদস্যদের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মিরপুর ১০-এ সেই বহিষ্কৃত নেতাকর্মীদের সমর্থকরা সড়ক অবরোধ করে সমাবেশ করছেন। 

আরো অনুসন্ধান করে জাতীয় দৈনিক ইনকিলাব এর ওয়েবসাইটে গত ১৭ মার্চ ‘ঢাকা উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার, মিরপুরে বিক্ষোভ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম এ রাজ্জাক গত ১৬ মার্চ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতারা হলেন: ঢাকা মহানর উত্তরের আওয়াতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।

এছাড়াও বলা হয়, এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রোববার (১৬ মার্চ রাতে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা। বিক্ষোভকালে তারা আমিনুল হক ও মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন। পাশাপাশি তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায় বিচার দাবি করেন। এ ছাড়া, অনতিবিলম্বে বহিষ্কার আদেশ তুলে না নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন তারা।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর ইউটিউব চ্যানেলে গত ১৬ মার্চ ‘শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির ৭ জন বহিষ্কার | Jubodol | BNP | Independent TV’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত সংবাদ থেকেও জানা যায়, দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্তের অনুমোদন দেন। এই  বহিষ্কার আদেশ ঘোষণার পর প্রতিবাদে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা।

সুতরাং, গত ১৬ মার্চ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতা বহিষ্কারের প্রতিবাদে বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীদের বিক্ষোভ সমাবেশের পুরোনো ভিডিওকে সম্প্রতি মিরপুর ১০ নম্বরে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে রাস্তা অবরোধের দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img