সম্প্রতি, “আফগানিস্তানের মুসলিমরা বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধর মন্দির ভাঙছেন” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আফগানিস্তানে মুসলিমদের গৌতম বুদ্ধর মন্দির ভাঙার নয়। বরং, এটি গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বরিশালে বিক্ষুব্ধ জনতার সাহান আরা বেগম পার্ক ভাঙচুরের একটি ভিডিও।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একদল মানুষ ‘তাকবির’ ধ্বনি দিতে দিতে একটি অবকাঠামো ভাঙচুর করছেন। ভাঙচুর করা অবকাঠামোতে বাংলা লেখা এবং ভাঙচুরে জড়িত ব্যক্তিদের বাংলা ভাষায় কথা বলতেও শোনা যায়। এছাড়া, ভিডিওটিতে @sotterpothe71 নামক একটি টিকটক ব্যবহারকারীর জলছাপও দেখা যায়।
এই সূত্র ধরে টিকটক অ্যাকাউন্টটি পর্যালোচনায় দেখা যায়, গত ৫ আগস্ট তারিখে অ্যাকাউন্ট থেকে হুবহু একই ভিডিও পোস্ট করা হয়েছিল। তবে, ওই পোস্টে ভিডিওটির স্থানের প্রসঙ্গে কোনো তথ্য দেওয়া হয়নি। অ্যাকাউন্টটির কার্যক্রম বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, এটির ব্যবহারকারী একজন বাংলাদেশি।
পরবর্তীতে, দাবিকৃত ভিডিওর একটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, গত ৩০ সেপ্টেম্বর সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সময় টিভির এই প্রতিবেদনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে অবস্থিত ‘বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক’ নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে আলোচিত ওই পার্কের অবকাঠামোর সাথে দাবিকৃত ভিডিওটির অবকাঠামোগত মিল লক্ষ্য করা যায়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, বরিশাল সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০২২ সালে এই সড়কের একটি বাইলেন দখল করে পার্কটি নির্মাণ করেন। তিনি তার প্রয়াত মায়ের স্মরণে পার্কটির নামকরণ করেন বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্ক। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা পার্কটিতে ভাঙচুর চালায়।
৫ আগস্টের ঘটনায় আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনেও উল্লেখ করা হয়, শেখ হাসিনার পতনের পর বরিশালে উল্লাসে মেতে ওঠে ছাত্র জনতা। সেই সময় শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভাঙচুরকৃত স্থানগুলোর মধ্যে সাহান আরা বেগম পার্কের নামও প্রতিবেদনে উঠে আসে।
এছাড়া, গুগল ম্যাপেও সাহান আরা বেগম পার্কের বিভিন্ন ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির অবকাঠামোগত মিল পাওয়া যায়।
সুতরাং, ৫ আগস্ট বাংলাদেশের বরিশালে সাহান আরা বেগম পার্ক ভাঙচুরের ভিডিওকে আফগানিস্তানে মুসলিমদের গৌতম বুদ্ধর মন্দির ভাঙার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Somoy National: মহাসড়ক দখল করে সাদিক আব্দুল্লাহর পার্ক, সরবে কবে? | Illegal Park | Sadiq Abdullah | Barishal
- Ajker Patrika: বরিশালে সাদিক আবদুল্লাহর বাসভবনে আগুন, ৩ মরদেহ উদ্ধার
- Google Maps: সাহান আরা বেগম পার্ক