সম্প্রতি, শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবিতে বিভিন্ন পোস্ট প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, জাজিরা থানার ওসির মৃত্যুতে জামায়াত-শিবিরের কর্মী গ্রেফতার হওয়ার দাবিটি সত্য নয় বরং মৃত্যুর ঘটনাটি এখনো তদন্তানাধীন রয়েছে এবং এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
অনুসন্ধানের শুরুতে প্রচারিত অধিকাংশ পোস্টে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় না। পরবর্তীতে কিছু পোস্টে সূত্র হিসেবে স্বাধীন বাংলাদেশ নিউজ ২৪/৭ নামে একটি অনলাইন পোর্টালের প্রতিবেদন এর উল্লেখ পাওয়া যায়। উক্ত পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে, জাজিরা থানার ওসির মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতে জড়িত তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতারের দাবি করা হয়। তবে, এই দাবির স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, এটি কোনো নির্ভরযোগ্য সূত্রও নয়। এই পোর্টালের সূত্রে ছড়ানো একাধিক গুজব পূর্বেও শনাক্ত করেছে রিউমর স্ক্যানার টিম।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির ৯ জানুয়ারি, ২০২৫ এ
“জাজিরা থানার ভেতরে ওসির ঝুলন্ত লাশ; কাহিনী কি?” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে, শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলামের বরাতে জানানো হয়; ৯ জানুয়ারি বেলা ১ টায় থানায় নিজ শয়নকক্ষে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় ওসি আলামিনের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুটিকে আত্মহত্যা ধারণা করেছে পুলিশ এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পরবর্তীতে একাধিক মূলধারার গণমাধ্যমে (চ্যানেল ২৪,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, প্রথম আলো,সময় টিভি) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনায় গ্রেফতার সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শরীয়তপুর জেলার পুলিশ সুপার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এই তথ্যটি একটি রিউমর বা গুজব।’
সুতরাং, জাজিরা থানার ওসির মৃত্যুতে জামায়াত-শিবিরের কর্মী গ্রেফতারের দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- যমুনা টিভি – জাজিরা থানার ভেতরে ওসির ঝুলন্ত লাশ; কাহিনী কি?
- চ্যানেল ২৪- শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্স থেকে ওসির মরদেহ উদ্ধার
- ইন্ডিপেনডেন্ট টেলিভিশন- জাজিরা থানায় ওসি আলামিনের মৃত্যু
- প্রথম আলো- থানার খোলা কক্ষে ঝুলছিল ওসি আল- আমিনের মরদেহ
- সময় টিভি- শরীয়তপুরে থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার