সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জনাব নিক্সনকে বলতে শোনা যায়, “নির্লজ্জের মতো পালাইয়ে যাইয়েন না। আমি আপনের সাথে ইলেকশন করতে চাই। আমি নির্বাচন করতে চাই কারণ আমার দেখতে হবে। দশ বছর আমি কষ্ট করসি। আমার কামাইটা কী। আপনি পালাই গেলে আমি খেলবো কার সাথে কাকা? আমার আদরের কাকা, আমার সম্মানের কাকা, আমার ইজ্জতের কাকা, একটু খেলবেন না? আপনি তো কয়েক মিটিংয়ে কইসেন, খেলা হবে। খেলা আবার বিশ মিনিটে ছাইড়া দিয়েন না৷ পুরা ৯০ মিনিট খেইলেন। আপনার কাছে হাত জোর কইরা আমি অনুরোধ করি কাকা, খেলা ছাইড়া পিছপা দিয়ে পলাইয়া যাইয়েন না। যেমন অবস্থা হইসে তালমাতাল, মনে হয় না, পুরা সময় খেলতে পারবেন।….”
ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উক্ত কথাগুলো বলে চ্যালেন্জ ছুঁড়ে দিয়েছেন নিক্সন চৌধুরী।
এইতো সময় নামে একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত ভিডিওটি এখন অবধি দশ হাজারের অধিক মানুষ দেখেছেন।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত বক্তব্যটি নিক্সন চৌধুরী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে দেননি বরং একই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী জাফর উল্যাহকে উদ্দেশ্য করে উক্ত বক্তব্য দেন তিনি।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে বাংলাদেশ নিউজ টিউব (Bangladesh News Tube) নামে একটি পেজে গত ২১ ডিসেম্বর প্রকাশিত উক্ত বক্তব্যের একটি লাইভ ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
৯ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওতে ১ মিনিট ৩৫ সেকেন্ড সময় থেকে নিক্সনকে বলতে শোনা যায়, একটা দুইটা কাজী কেন হাজার কাজীও নিক্সন চৌধুরীর সামনে আইসা দাঁড়ানো ক্ষমতা নাই। ফাঁপরবাজি পরে করেন। পালানোর সময় হয়ে গেছে। পালানোর হুইসেল বাজছে। আমরা কিন্তু টের পাই, রাজনীতি করি।”
এরপরই আলোচিত মন্তব্যগুলো করেন তিনি।
আমরা লাইভ ভিডিওটির পুরো বক্তব্য শুনে দেখেছি। নিক্সন চৌধুরী তার বক্তব্যে বেশ কয়েকবার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী জাফর উল্যাহর নাম উচ্চারণ করলেও ওবায়দুল কাদেরের নাম বা তার বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
প্রথম আলোর এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ফরিদপুরের ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণায় কাজী জাফর উল্যাহর বিষয়ে এমন মন্তব্য করেন আওয়ামী যুবলীগের এই প্রেসিডিয়াম সদস্য।
উক্ত বক্তব্যের বিষয়ে গণমাধ্যমের আরো কিছু সংবাদ দেখুন ডেইলি স্টার, ইনকিলাব।
মূলত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। গত ২১ ডিসেম্বর ফরিদপুরে এক নির্বাচনী সভায় নিক্সন চৌধুরীকে জাফর উল্যাহকে উদ্দেশ্য করে বলেন, নির্লজ্জের মতো পালাইয়ে যাইয়েন না। আমি আপনের সাথে ইলেকশন করতে চাই। আমি নির্বাচন করতে চাই কারণ আমার দেখতে হবে। দশ বছর আমি কষ্ট করসি। আমার কামাইটা কী। আপনি পালাই গেলে আমি খেলবো কার সাথে কাকা? আমার আদরের কাকা, আমার সম্মানের কাকা, আমার ইজ্জতের কাকা, একটু খেলবেন না? তবে ইন্টারনেটে এ সংক্রান্ত ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে এই বক্তব্যটি নিক্সন ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে দিয়েছেন।
উল্লেখ্য, কাজী জাফর উল্যাহকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে আরো চার প্রার্থী রয়েছেন।
সুতরাং, নির্বাচনী প্রচারণায় গিয়ে জাফর উল্যাহকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরীর দেওয়া বক্তব্যকে ওবায়দুল কাদেরকে দেওয়া বক্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh News Tube: Live Video
- The Daily Star: গত নির্বাচনে শেখপুরা সেন্টারে কীভাবে ৬ ভোট পাইছি আপনারাই ভালো জানেন: নিক্সন
- Prothom Alo: ৫০টি কেন্দ্রে জাফর উল্যাহ ছয়টির বেশি ভোট পাবেন না: নিক্সন চৌধুরী
- Rumor Scanner’s own investigation