জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে গত ২৬ সেপ্টেম্বর ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. ইউনূস ও বাংলাদেশ প্রতিনিধিদলের একটি ছবি প্রচার করে দাবি করা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় অনেক দেশের প্রতিনিধি হল পরিত্যাগ করলেও হলে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গী বাংলাদেশের প্রতিনিধিরা। তখন উক্ত দাবিটি খণ্ডনের প্রেক্ষিতে একটি ছবি প্রচার করা হয় যেখানে বাংলাদেশের আসন খালি দেখা যায় এবং ছবিটি প্রচার করে বলা হয়, নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন না। পরবর্তীতে সম্প্রতি এরই প্রেক্ষিতে আসন খালি থাকার উক্ত ছবিটি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি ২০২৩ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের ছবি যা সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময়ের ছবি নয়। প্রকৃতপক্ষে ছবিটি ২০২৫ সালেরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময়কালের।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স সার্চে ভিজ্যুয়াল কনটেন্ট কোম্পানি ‘Getty Images’ এর ওয়েবসাইটে গত ২৬ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

ছবিটির বর্ণনায় বলা হয়, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। বিশ্ব নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একত্রিত হয়েছেন। এ বছরের বার্ষিক বৈশ্বিক বৈঠকের মূল প্রতিপাদ্য ছিল ‘একসাথে আরও ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর ও তার পরেও।’ (ছবি: মাইকেল এম. সান্তিয়াগো/গেটি ইমেজেস)’ (অনূদিত)
এছাড়াও, অনুসন্ধানে জাতিসংঘের ইউটিউব চ্যানেলে গত ২৬ সেপ্টেম্বরে জাতিসংঘের এ বছরের ৮০তম অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো ভাষণের ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ৭ মিনিট ১০ সেকেন্ড সময়ে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়।

পরবর্তীতে ২০২৩ সালে জাতিসংঘে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের ভিডিওর বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বরে সেবছর জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে নেতানিয়াহুকে নীল টাই পরতে দেখা যায়। অপরদিকে এ বছর নেতানিয়াহু লাল টাই পরেছিলেন যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিরও মিল রয়েছে।

উপরোল্লিখিত তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া যায় যে ২০২৩ সালের নেতানিয়াহুর ভাষণের ছবি দাবিতে প্রচারিত ছবিটি প্রকৃতপক্ষে ২০২৫ সালেরই।
এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে আরো দাবি করা হয় এ বছর বাংলাদেশের পাশে ব্রুনেই থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে বাংলাদেশের আশেপাশে ব্রুনেই নেই। কিন্তু জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, বাংলাদেশের আসনের পিছনেই ব্রুনেই এর আসন রয়েছে।
উল্লেখ্য যে আলোচিত দাবিতে প্রচারিত নানা পোস্টে ড. ইউনূস ও তার সফরসঙ্গীর বসে থাকার একটি ছবি ২০২৫ সালের জাতিসংঘের অধিবেশনের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে এই ছবিটি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গত ২৬ সেপ্টেম্বরে পোস্ট হতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ছবিটি ২৬ সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের আগের ছবি যেখানে ড. ইউনূস তার নিজের বক্তব্য প্রদানের অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধিদলের হলে উপস্থিত থাকার দাবির বিষয়ে ইতোমধ্যে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ২০২৫ সালে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের ছবিকে ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Getty Images – World Leaders Gather For The 80th Session Of The United Nations General Assembly
- United Nations – 🇮🇱 Israel – Prime Minister Addresses United Nations General Debate, 80th Session | #UNGA
- United Nations – 🇮🇱 Israel – Prime Minister Addresses United Nations General Debate, 78th Session | #UNGA |⚙️ العربية
- Rumor Scanner’s analysis