ভালোবাসা দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজের নামে ভুয়া নোটিশ

সম্প্রতি, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নোটিশ দাবিতে কিছু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। কথিত এই নোটিশে দাবি করা হচ্ছে, আগামী এক সপ্তাহে আপনার সন্তানের কোনো অতিরিক্ত ক্লাস নেই। কোনো অতিরিক্ত এক্সাম ফি, পিকনিক ফি ধার্য করা হয় নি। একই সাথে কোনো Teddy Bear, Chocolate কিনতে বলা হয় নি, স্যারের জন্মদিন এপ্রিল মাসে। আপনার সন্তান কোনোভাবে অতিরিক্ত অর্থ চাইলে কর্তৃপক্ষ দায়ী নয়।

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

কথিত এই নোটিশ স্কুলটির নামে চালু থাকা একটি ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ এই নোটিশ দেয়নি বরং, মজা বা সার্কাজমের উদ্দেশ্যে বানানো এই নোটিশকে সত্য ভেবে নেটিজেনদের প্রচার করতে দেখা গেছে।

কথিত এই নোটিশটির বিষয়ে অনুসন্ধানে চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজের ওয়েবসাইটে এমন কোনো নোটিশের অস্তিত্ব মেলেনি। পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ফেসবুকে BNSCC Short Stories নামের একটি পেজে ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে এ সংক্রান্ত প্রথম পোস্টটি পাওয়া যায়। নোটিশটির নিচের অংশে এই পেজটিরই নাম উল্লেখ রয়েছে। এই পোস্টে কথিত এই নোটিশকে ফান বা মজা হিসেবে অথবা সিরিয়াস হিসেবে গ্রহণ করতে আহ্বান জানানো হয়। 

Screenshot: Facebook 

পরবর্তীতে এ বিষয়ে চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলাপ করে রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটির কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ এমদাদুর এবং স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক রোকসানা বেগম রিউমর স্ক্যানারকে জানান, তারা এমন কোনো নোটিশ দেননি। 

এছাড়া, প্রতিষ্ঠানের নামে চালু থাকা যে ফেসবুক পেজ থেকে কথিত নোটিশটি পোস্ট করা হয়েছে সেটিও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয় না বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ এমদাদুর।

সুতরাং, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজের নামে একটি নোটিশ ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

  • BNSCC Short Stories: Facebook Post 
  • Statement from Navy College Authority 

আরও পড়ুন

spot_img