সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের এক কর্মীর কলরেকর্ড গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এর প্রেক্ষিতে ‘‘আমার মা মানসিকভাবে এখন অসুস্থ। তার কলরেকর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু নেই : যমুনা টিভিকে জয়’’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এছাড়া, যমুনা টেলিভিশনের বরাতে উক্ত দাবিতে পোস্ট হতেও দেখা যায়।
ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফটোকার্ড ছাড়া করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘আমার মা মানসিকভাবে এখন অসুস্থ। তার কলরেকর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু নেই’ যমুনা টিভিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো রয়েছে। উক্ত তথ্যের সূত্রে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ১৪ সেপ্টম্বর আলোচিত ফটোকার্ডের বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, ‘যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না’।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যমেও সাম্প্রতিক সময়ে সজীব ওয়াজেদ জয়ের কোনো সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়নি। এমনকি সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং,‘‘আমার মা মানসিকভাবে এখন অসুস্থ। তার কলরেকর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু নেই : যমুনা টিভিকে জয়’’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television – Facebook Page
- Jamuna Television – Website
- Jamuna Television – Youtube
- Jamuna Television- Facebook Post
- Sajeeb Wazed Joy- Facebook Account
- Rumor Scanner’s Own Analysis