মুস্তাফিজুর রহমানের অবসর ঘোষণার দাবিটি মিথ্যা 

গত ২৫ সেপ্টেম্বরে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হারে ১১ রানে। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, ‘স্তব্ধ ক্রিকেটপাড়া! পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে অভিমানে অবসরের ঘোষণা দিলেন মুস্তাফিজ’।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুস্তাফিজুর রহমান ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি৷ প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Cricket World’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ সেপ্টেম্বরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে দাবি করা হয়, ‘স্তব্ধ ক্রিকেটপাড়া! পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হেরে অভিমানে অবসরের ঘোষণা দিলেন মুস্তাফিজ’।

Screenshot : Facebook

পোস্টে বিস্তারিত প্রতিবেদন দাবিতে মন্তব্যে একটি লিঙ্ক দিতে দেখা যায়। লিঙ্কটির কথিত প্রতিবেদন পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। কথিত উক্ত প্রতিবেদনে দাবি করা হয়, “এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একদম বাজেভাবে ব্যাটিং করে হারের পর এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি গুঞ্জন। শোনা যাচ্ছে, বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দলের ব্যাটিং ভরাডুবির পরও চাপ এসে পড়ছে বোলারদের ওপর, আর সেটিই নাকি পছন্দ হয়নি মুস্তাফিজের।… এখন প্রশ্ন হচ্ছে—এটা কি শুধু গুঞ্জন, নাকি সত্যিই অবসরের পথে হাঁটছেন মুস্তাফিজ?”

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মুস্তাফিজুর রহমান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলে মূলধারার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো।

এছাড়া, মুস্তাফিজুর রহমানের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, মুস্তাফিজুর রহমান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শীর্ষক দাবি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis


আরও পড়ুন

spot_img