সম্প্রতি বুবলির বিয়ে হয়নি, প্রচারিত দৃশ্যটি সিনেমার 

গেল প্রায় দুই বছরের বেশি সময় ধরে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলির সম্পর্ক ঘিরে গুঞ্জন চলছে। ২০২২ সালের ০৩ অক্টোবর বুবলি এক ফেসবুক পোস্টে জানান, তিনি শাকিব খানকে ২০১৮ সালে বিয়ে করেছেন এবং তিনি ২০২০ সালে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সপ্তাহখানেক পরই গণমাধ্যমের খবরে বলা হয়, তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। অন্যদিকে, আরেক চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথেও শাকিব খানের সম্পর্কের বিষয়টি আলোচনা রয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি বিয়ের একটি দৃশ্য ইন্টারনেটে প্রচার করে দাবি করা হচ্ছে, বুবলি নতুন বিয়ে করেছেন। এই দাবিতে কতিপয় পোস্টে ‘আজ অপু বিশ্বাসের ঈদের দিন’ বলেও মন্তব্য করতে দেখা গেছে।

বুবলির বিয়ে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শবনম বুবলি বিয়ে করেছেন শীর্ষক দাবিতে প্রচারিত দৃশ্যটি বাস্তব কোনো ঘটনার নয় বরং এটি এই তারকার ‘তালাশ’ নামক সিনেমায় অভিনয়ের দৃশ্য।

দৃশ্যটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শবনম বুবলি বিয়ের সাজে বসে আছে। তার পাশে বরের সাজে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘The Abhi Kathachitra’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত বছরের ০৩ আগস্ট প্রকাশিত শবনম বুবলি ও আদর আজাদ অভিনীত “Talash” নামক একটি সিনেমা খুঁজে পাওয়া যায়।  

১ ঘন্টা ৫০ মিনিট ৫৬ সেকেন্ডের উক্ত সিনেমাটি পর্যবেক্ষণ করে, ৩১ মিনিটে প্রদর্শিত একটি মুহূর্তের দৃশ্যের সাথে আলোচিত দৃশ্যটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। এছাড়া, প্রচারিত ছবিটি একই দৃশ্য থেকে স্ক্রিনশট নিয়ে প্রচার করা হচ্ছে বলে প্রতীয়মান হয়। 

Video Comparison: Rumor Scanner

পাশাপাশি, গত ০৫ ফেব্রুয়ারি MK Movies নামের ফেসবুক পেজ থেকে প্রকাশিত একই সিনেমার ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতেও একই দৃশ্য খুঁজে পাওয়া যায় এবং ক্যাপশনে সিনেমার কথা উল্লেখ রয়েছে।

মূলত, ২০২২ সালের ৩ অক্টোবর চলচ্চিত্র নায়িকা বুবলির দেওয়া একটি পোস্টের মাধ্যমে শাকিব- বুবলির বিয়ে এবং সন্তানের খবর সামনে আসে। পরবর্তীতে, সেই বছরই তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলে সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। সম্প্রতি, আবারও বিয়ে করলেন অভিনেত্রী শবনম বুবলি- শীর্ষক দাবিতে একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি ‘তালাশ’ নামক একটি সিনেমার দৃশ্য।  

সুতরাং, শবনম বুবলির সিনেমায় অভিনয়ের দৃশ্যকে সম্প্রতি তিনি আবারও বিয়ে করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img