মাংকিপক্সের জন্য আগামী ১ জুন হতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার তথ্যটি গুজব

সম্প্রতি “অতদ্বারা সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা জুন থেকে ২৯শে জুন পর্যন্ত Monkeypox সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকিবে। আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, এপি।” শীর্ষক একটি বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আগামী ১লা জুন থেকে ২৯শে জুন পর্যন্ত Monkeypox সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকিবে’ শীর্ষক তথ্যটি সঠিক নয় বরং একটি ভুয়া বিজ্ঞপ্তির বরাতে উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত Monkeypox সংক্রামক ভাইরাসের জন্য আগামী ১লা জুন থেকে ২৯শে জুন পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে শীর্ষক বিজ্ঞপ্তিটি বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীর নামের বানানে ভুল ও পদ ‘এমপি’র পরিবর্তে ‘এপি’ লেখা রয়েছে।

Fake notice

পরবর্তীতে, বিগত সময়ে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এই ধরণের বিজ্ঞপ্তি সরাসরি শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয় না। বরং মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অথবা বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো। উক্ত বিজ্ঞপ্তিগুলোতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বা মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবের স্বাক্ষর রয়েছে। এছাড়া প্রতিটি বিজ্ঞপ্তিতে স্মারক নাম্বার উল্লেখ রয়েছে। 

পক্ষান্তরে ফেসবুকে ছড়িয়ে পড়া উক্ত বিজ্ঞপ্তিটিতে এর বিপরীত বিষয়বস্তুর ব্যবহার দেখা যায়।

তাছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে ঘুরে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি এবং দেশীয় কোনো গণমাধ্যমেও এই সংক্রান্ত কোনো সংবাদ প্রচার করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজেও এ ধরনের কোনো বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়নি।

মূলত, শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে একটি ভুয়া ও বানোয়াট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘আগামী ১লা জুন থেকে ২৯ শে জুন পর্যন্ত Monkeypox সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকিবে’ শীর্ষক তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার এবং করোনা পরিস্থিতির উন্নতি বিবেচনায় দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরবর্তীতে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বাংলাদেশের প্রথম মাংকি পক্সের রোগী পাওয়া গেছে বলে একটি গুজব ফেসবুকে ফেসবুকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা আসিফ ওয়াহিদের বরাত দিয়ে ছড়িয়ে পড়লে বিষয়টিকে গুজব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, আগামী ১লা জুন থেকে ২৯ শে জুন পর্যন্ত Monkeypox সংক্রামক ভাইরাসের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকিবে শীর্ষক যে বিজ্ঞপ্তিটি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে ফেসবুকে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়া।

তথ্যসূত্র

Secondary and Higher Education Division: http://www.shed.gov.bd/site/view/notices

Bangla News 24: https://banglanews24.com/health/news/bd/912738.details

Prothom Alo: https://www.prothomalo.com/amp/story/education/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%A8-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B

আরও পড়ুন

spot_img