ভারতের সেনাপ্রধানের সাথে জামায়াত নেতা তাহেরের ছবিটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘জামায়াত এর নায়েব এ আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কে দিল্লিতে স্বাগতম জানিয়েছে, ভারতের সেনাবাহিনী প্রধান! আজকে রাত ৯ টায় দিল্লির একটি ৫ স্টার হোটেলে তাঁদের মধ্যে বেঠক অনুষ্ঠিত হবে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসল কোনো ছবি নয়। বরং প্রকৃতপক্ষে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভুয়া ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স সার্চে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ছবিটি আসল হয়ে থাকলে তা ভারত ও বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

Screenshot : Claimed Photo

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবিটির ডানপাশে নিচের কোণায় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘জেমিনি’ এর জলছাপ দেখা যায়। মূলত কোনো কনটেন্ট গুগলের এআই প্রযুক্তি জেমিনির সাহায্যে তৈরি করা হলে তাতে এরূপ জলছাপ দেখা যায়।

Screenshot : Hive Moderation

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ছবিটি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ দেখা যায়। এছাড়াও এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ছবিটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘SIA’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ছবিটি ভুয়া হওয়ার সম্ভাবনা ৮৬.৩ শতাংশ।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

এছাড়াও, সম্প্রতি উপেন্দ্র দ্বিবেদীর সাথে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এআই দিয়ে তৈরি ছবিকে আসল দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img