বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

আইসিসি নিয়ে মোহাম্মদ রিজওয়ান এর বক্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা 

সম্প্রতি, “ICC বিসিসিএই থেকে সবচেয়ে বেশি মুনাফা পায় বলে সব সময় এমন করেন” শীর্ষক শিরোনামে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এর বক্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত বক্তব্যটি মোহাম্মদ রিজওয়ান দেননি বরং কোনোরকম তথ্যসূত্র ছাড়াই উক্ত বক্তব্যটি তার নামে প্রচার করা হচ্ছে। 

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক মূলধারার কোনো গণমাধ্যমেই মোহাম্মদ রিজওয়ানের উক্ত বক্তব্যটি খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, মোহাম্মদ রিজওয়ানের সামাজিক যোগাযোগমাধ্যম একাউন্টগুলো পর্যবেক্ষণ করেও ‘ICC বিসিসিএই থেকে সবচেয়ে বেশি মুনাফা পায় বলে সব সময় এমন করেন’ শীর্ষক কোনো বক্তব্যের হদিস পাওয়া যায়নি। 

মূলত, গত ২ নভেম্বর বুধবার, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ এ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ইনিংসে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করতে সক্ষম হয়। পরবর্তীতে, জয়ের লক্ষ্যে ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে বৃষ্টির বাঁধার সম্মুখীন হওয়ার পর বৃষ্টি থামলে পুনরায় খেলা শুরু হয়। ইনিংসের শুরুর দিকে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করে বাংলাদেশ দল। কিন্তু বৃষ্টি আইনে পরবর্তীতে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় ১৫১ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪৫ রান করতে সক্ষম হয় এবং ৫ রানের জয় পায় ভারত। ম্যাচ শেষে বাংলাদেশ সমর্থকেরা অভিযোগ করেন, ‘বৃষ্টির পরে পিচ পুরোপুরি না শুকিয়েই বাংলাদেশকে ব্যাটিং করতে বাধ্য করা হয়। এছাড়াও ৬.২ ওভারে লিটন ও শান্তর দুই রান নেওয়ার সময় কোহলির ফেক ফিল্ডিংয়ের কারণে জরিমানা হিসেবে ৫ রান জরিমানা দেওয়া হয়নি।’ এ বিষয়ের উপর ভিত্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিবর্গের নামে ভুয়া ও ভিত্তিহীন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ এবং একাউন্ট থেকে প্রচার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে, পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এর নামেও অনুরূপ একটি বক্তব্য কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে এখন অবধি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিদের নামে প্রচারিত মিথ্যা দাবি সম্বলিত তথ্য নিয়ে (এক, দুই, তিন) ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 

সুতরাং, ‘ICC বিসিসিএই থেকে সবচেয়ে বেশি মুনাফা পায় বলে সব সময় এমন করেন’ শীর্ষক শিরোনামে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের নামে প্রচারিত বক্তব্যটি মিথ্যা এবং পুরোপুরি ভিত্তিহীন। 

তথ্যসূত্র

  • রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধান 
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img