গত ২৬ আগস্ট দৈনিক আজাদীর ফেসবুক পেজে, “ফ্লাইওভারের গার্ডার থেকে নাট-বোল্ট খুলে নিচ্ছে ভাসোমান মাদকসেবীরা” দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরবর্তীতে একই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের গার্ডার থেকে নাট বোল্ট খুলে নেয়ার দৃশ্য নয় বরং, এটি মগবাজার ফ্লাইওভারের তার চুরির পুরোনো ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে “Kamruz Zaman” নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ মার্চ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘মগবাজার ফ্লাইওভারের ঠিক নামার দিকে (বাংলামোটরের দিকে যাওয়ার পথে) দুইজন চোর ফ্লাইওভারের বাতি গুলোর তার খুলে নেওয়ার চেষ্টা করে। এই বাতিগুলো কিছুদিন আগেই নতুন করে লাগানো হয়েছে। বাইকে করে একজন লোক ওদের থামাতে গেলে ওরা তার দিকে তেড়ে যায়।’
ভিডিওটির ক্যাপশনের সূত্র ধরে গুগল ম্যাপে অনুসন্ধান করে দেখা যায়, এটি মগবাজার-মৌচাক ফ্লাইওভারের বাংলামোটরের দিকে অবস্থিত। শাহজালাল ইসলামী ব্যাংকের নিচে ফ্যান্টাসিয়া মটর পার্টস এসি মার্কেটের সাইনবোর্ড ও ভবনের বিন্যাস বিশ্লেষণ করে স্থানটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

এছাড়া, সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি (১,২,৩) খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের গার্ডার থেকে নাট বোল্ট খুলে নেওয়ার নয়।
উল্লেখ্য, ১৩ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ২ নাম্বার গেট ফ্লাইওভারের কাঠামো থেকে নাট বোল্ট খুলে সংগ্রহ করার সময় তিনজন যুবককে আটক করে পুলিশ।
সুতরাং, মগবাজার ফ্লাইওভারের তার চুরির পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের গার্ডার থেকে নাট বোল্ট খুলে নেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Kamruz Zaman – Facebook Post