Fact Check: সৌদি অর্থায়নে নয়, নিজ অর্থায়নেই নির্মাণ হচ্ছে মডেল মসজিদগুলো

সম্প্রতি “সৌদি সরকারের অর্থায়নে তৈরি ৫৬০ টি মসজিদ নিজেদের নামে চালিয়ে দিয়েছে সরকার, নির্লজ্জের মত একবারও সৌদির নাম নেয়নি, সবাই তথ্যটি সৌদি সরকারের কাছে পৌছানোর ব্যবস্থা করুণ” শীর্ষক শিরোনামের একাধিক তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এমন আরো কিছু ভাইরাল ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় সৌদি সরকার উক্ত প্রকল্পে কোন অর্থায়ন করেনি অর্থাৎ সম্পূর্ণ নিজ অর্থায়নে বাংলাদেশ সরকার এই ৫৬০ টি মসজিদ নির্মাণ প্রকল্প পরিচালনা করছে।

মূলত ২৭ এপ্রিল ২০১৭ সালে বাংলাদেশ আওয়ামীলীগ এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে জানানো হয় বাংলাদেশ ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প নিয়ে কাজ করতে যাচ্ছে এবং এই প্রকল্পের উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থায়ন করবে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ পাশাপাশি সহ-অর্থায়ন করবে বাংলাদেশ সরকার।

তবে ১০ মে ২০১৭ সালে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রী আওয়াদ আল-আওয়াদ এর বরাতে ফক্স নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে জানায় সৌদি সরকার এধরণের মসজিদ নির্মাণে অর্থায়নের বিষয় নাকচ করে দিয়েছে। ফক্স নিউজে প্রকাশিত প্রতিবেদনকে সূত্র উল্লেখ করে একই মাসে বাংলাদেশী ডেইলি স্টার সহ একাধিক ইংরেজি পোর্টাল নাকচের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

পরবর্তীতে কোন কারণে ফক্স নিউজ তাদের প্রতিবেদনটি সরিয়ে নিলেও ( সংবাদটির URL দেখুন এখানে ) ডেইলি স্টার সহ অন্যান্য সকল পোর্টালে এ সংক্রান্ত সংবাদ এখনো রয়েছে, দেখুন এখানে

“Saudis deny $1B mosque-funding project in Bangladesh” শিরোনামে The Washington Times এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

Benar News এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।

২৭ জুন ২০১৮ সালে বিবিসি বাংলায় প্রকাশিতে একটি প্রতিবেদন থেকে জানা যায় সৌদি অর্থায়ন না পাওয়ায় এখন সরকার নিজেই এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

পাশাপাশি প্রতিবেদনটিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, ঐ প্রকল্পে অর্থায়নের বিষয়ে এখনো নেতিবাচক কিছু জানায়নি সৌদি আরব।

সেখানে আরো জানানো হয়, শুরুতে মডেল মসজিদ তৈরির এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৬২ কোটি টাকা, এর মধ্যে সৌদি সরকারের অনুদান হিসেবে দেবার কথা ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা। কিন্তু মঙ্গলবার (২৬ জুন ) একনেকে যে সংশোধিত প্রকল্প পাস করা হয়েছে, তার ব্যয় ধরা হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকার বেশি। আর পুরো ব্যয়ই সরকারের থেকে বহন করা হবে এবং এটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, পরবর্তীতেও উক্ত প্রকল্পে সৌদি সরকার থেকে কোন অর্থায়ন দেয়া হয়নি।

National e-Government Procurement এর ওয়েবসাইটে প্রকাশিত টেন্ডারটি দেখুন এখানে।

অর্থাৎ, বাংলাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে সৌদি সরকারের অর্থায়নের তথ্যটি সত্য নয় এবং সামাজিক মাধ্যমে প্রচারিত দাবীটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সৌদি সরকারের টাকার মসজিদ নিজেদের নামে চালিয়ে দিয়েছে সরকার
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img