গত ২১ সেপ্টেম্বর তারিখে ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি সাদিক কায়েম। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনার ঝড়। তার দুদিন পেরোতে না পেরোতেই গত রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হয় ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের নাম। পরবর্তীতে এস এম ফরহাদকে ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে নিশ্চিত করে মূলধারার গণমাধ্যমগুলো। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ২০২২ সালের একটি বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হচ্ছে যেখানে ঢাবির কবি জসীম উদ্দিন হলের সহ-সভাপতি হিসেবে এস এম ফরহাদ হোসাইনের নাম দেখা যাচ্ছে। উক্ত ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি পদেও আসীন ছিলেন অর্থাৎ দুজন একই ব্যক্তি।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ ও ২০২২ সালের কমিটিতে ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি পদ পাওয়া এস এম ফরহাদ হোসাইন একই ব্যক্তি নন বরং তারা দুইজন আলাদা ব্যক্তি যা জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ নিজেই নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দুই নামের মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করা যায়। ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে উল্লিখিত ব্যক্তির নাম নাম এস এম ফরহাদ হোসাইন হলেও ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেলের নাম এস এম ফরহাদ।। অর্থাৎ, কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে উল্লিখিত ব্যক্তির নামে “হোসাইন” শব্দের উল্লেখ থাকলেও ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেলের নামে হোসাইন শব্দের নেই।
এ বিষয় প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে S M Farhad Hossain নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের সন্ধ্যান মেলে। উক্ত অ্যাকাউন্টটিতে আলোচিত দাবির বিষয়ে গত ২২ সেপ্টেম্বর তারিখে করা একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে বলা হয়, “সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
আমাকে অনেকেই ঢাবি শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন(মেনশন দিচ্ছেন)। যেহেতু আমার নামের সাথে আমার ছোট ভাই S M Farhad এর নামের মিল আছে। তাই অনেকেই কনফিউশনে আছেন। সেজন্য আমার অবস্থান ক্লিয়ার করছি। আমার নাম- SM Farhad Hossain | সেশন- ২০১৬-১৭ | বিভাগ-ফার্সি ভাষা ও সাহিত্য, ঢা.বি। | বাড়ি- সাতক্ষীরা।
আমার হলের ছোট ভাইয়ের নাম- SM Farhad | সেশন- ১৭-১৮ | বিভাগ- সমাজকল্যাণ ও গবেষণা, ঢা.বি। | বাড়ি- চট্টগ্রাম
ঢাবি শিবিরের সেক্রেটারি আমার হলের ছোট ভাই। অমায়িক ছেলে। হল ডিবেটিং ক্লাবের খুবই কাছের জুনিয়র। | ছোট ভাইয়ের জন্য অনিঃশেষ শুভকামনা | শুভ রাত্রি”
উক্ত পোস্ট করা এস এম ফরহাদ হোসাইনের ফেসবুক অ্যাকাউন্টের পুরনো ছবিগুলোর সাথে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে ব্যবহৃত ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইনের ছবির মিল পাওয়া যায় যা প্রমাণ করে উক্ত অ্যাকাউন্টটি ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি এস এম ফরহাদ হোসাইনের। এছাড়াও অধিকতর নিশ্চিত হতে, উক্ত বিজ্ঞপ্তির সমসাময়িক সময়ে এস এম ফরহাদ হোসাইনকে ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি পদে আসীন ব্যক্তি দাবির সপক্ষে পুরনো পোস্টের সন্ধানে ফেসবুকে এডভান্সড কি-ওয়ার্ড সার্চ করলে ২০২২ সালের ৩ ডিসেম্বর তারিখে কে এম আলমগীর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এস এম ফরহাদ হোসাইনের সাথে একটি ছবি সংযুক্ত করে ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি পদ লাভের জন্য অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য যে, তার আগের দিনই (২০২২ সালের ০২ ডিসেম্বর) ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি পদে এস এম ফরহাদ হোসাইনের নাম বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
এছাড়াও, এস এম ফরহাদ হোসাইনের ফেসবুক অ্যাকাউন্টের ছবির সাথেও ঢাবির শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের ছবির সাথে তুলনা করলে এটি স্পষ্ট হয় যে দুজন আলাদা ব্যক্তি।
তাছাড়া, কোনো নির্ভরযোগ্য সূত্রে তৎকালীন সময়ে (২০২২ সালের ডিসেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশকালীন সমসাময়িক সময়ে) ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের ছবিসহ বা তার ফেসবুক অ্যাকাউন্ট মেনশন বা উল্লেখ করে তাকে ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে উল্লেখ করতেও দেখা যায়নি যেমনটা এস এম ফরহাদ হোসাইনের ক্ষেত্রে দেখা গিয়েছে।
তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেল ফরহাদ না হলেও ২০২২ সালের নভেম্বরে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকে দায়িত্ব পাওয়া ফরহাদই ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেল ফরহাদ বলে নিশ্চিত করেছে একাধিক গণমাধ্যম। (১,২)
এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেল ফরহাদ বলেন, ‘সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবির জন্য কোনো সিভি (জীবনবৃত্তান্ত) আমি কখনো কাউকে দিইনি। বিভাগ-ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে, সেটা সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে, যেখানে আমি ইনস্টিটিউটে ছাত্রলীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই।’
ফরহাদের ছাত্রলীগের পদের বিষয়ে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েমও। তিনি প্রথম আলোকে বলেন, ‘ফরহাদ ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। ছাত্রলীগের পদের জন্য কখনো কারও কাছে সিভি জমা দেননি। তবু কেন তাঁকে কমিটিতে রাখা হয়েছে, তা আমরা জানি না।’
একই বিষয়ে ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ঢাবি শিবিরের সেক্রেটারি জেনারেল ফরহাদ বলেন, ছাত্রলীগের পদ পেতে আমি কখনও সিভি দিইনি। তার পরও কেন দিল– প্রশ্নটি তাদের করা উচিত।
সুতরাং, ঢাবির শিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ ঢাবির কবি জসীমউদ্দিন হলের ছাত্রলীগের সহ-সভাপতি পদে আসীন ছিলেন মর্মে ফেসবুকে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Campus – ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ আর হল ছাত্রলীগের ফরহাদ এক নন
- S M Farhad Hossain – Facebook Post
- Rumor Scanner’s own analysis