চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের অধিক নিহতের গুজব

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ইটবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হয়, উক্ত সড়ক দুর্ঘটনায় ২০ জনেরও অধিক (২০+) মানুষ নিহত হয়েছেন। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সম্প্রতি ঘটা সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অনুসন্ধান করলে বাংলাদেশি সংবাদমাধ্যম ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উক্ত দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। 

পাশাপাশি, বেশ কিছু গণমাধ্যম দুইজন নিহত হয়েছেন দাবি করেও সংবাদ প্রকাশ করে। তবে, নিহতের সংখ্যায় ভিন্নতা দেখা গেলেও নির্ভরযোগ্য বা গণমাধ্যম সূত্রে কোথাও ২০ জন বা তার অধিক নিহত হওয়ার দাবিতে কোনো সংবাদ পাওয়া যায়নি।

অতঃপর, এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে বাংলাদেশি সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ ডটকমের চট্টগ্রাম প্রতিনিধি মিন্টু চৌধুরীর সাথে। তিনি জানান, উক্ত দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

একই তথ্য জানান, চট্টগ্রাম ভিত্তিক সংবাদমাধ্যম চট্টগ্রাম নিউজের সম্পাদক শুকলান দাস এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। 

সুতরাং, সম্প্রতি চট্টগ্রামের শাহ আমানত সেতু বা নতুন ব্রিজ এলাকায় ঘটা সড়ক দুর্ঘটনায় ২০ জনের অধিক নিহত হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img