সম্প্রতি, ‘এই মুহুর্তে একদল শিবির সমন্বয়ক ব্যারিস্টার রুমিন ফারহানা বাসায় হামলা ও ভাংচুর করছে।। বিস্তারিত ভিডিওতে’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি রুমিন ফারহানার বাসায় হামলার সাম্প্রতিক কোনো দৃশ্য নয় বরং, গত বছরের আগস্টে বিগত সরকারের সময়ে রুমিনের বাসায় হামলার ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর লোগো লক্ষ্য করা যায়।
পরবর্তীতে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওতে রুমিন ফারহানাকে হামলাকারীদেরকে বর্ননা দিতে বলতে শোনা যায়, ‘তারা ইতিমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে।’ এ থেকে প্রতীয়মান হয় তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বুঝিয়েছেন।
এছাড়া সংবাদ মাধ্যম (১, ২) থেকে জানা যায়, ০৩ আগস্ট দিবাগত রাতে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা তার ফেসবুক একাউন্ট থেকেও এ হামলা সংক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন শেয়ার করেছেন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তাছাড়া, পুরোনো এই ঘটনার সাথে শিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার অভিযোগও রুমিন ফারহানা বা গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, পুরোনো ভিডিওকে রুমিন ফারহানার বাসায় সাম্প্রতিক হামলা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24: রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ
- Facebook: Rumeen Farhana’s Post