সব ধরনের লেবু নয়, শুধু বিশেষ প্রজাতির কলম্বিয়া লেবুর হালি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে

সম্প্রতি, “রাজধানীতে হালি লেবুর দাম ৪০০ টাকা” শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ছড়িয়ে পড়েছে।

Screenshot from Facebook

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
উক্ত পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজধানী ঢাকার সকল স্থানে এক হালি লেবুর দাম ৪০০ টাকা নয় বরং কিছু গণমাধ্যম কর্তৃক মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারের একটি দোকানে বিশেষ প্রজাতির লেবু হালি প্রতি ৪০০ টাকায় বিক্রির খবরকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 

কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, গত ২৭ মার্চ  দৈনিক যুগান্তরের ফেসবুক পেইজে “মূলত খোসা আর ঘ্রাণের জন্য এই লেবুর চাহিদা অনেক বেশি” ক্যাপশনে একটি সংবাদ প্রচারিত হতে দেখা যায়।

Screenshot from Daily Jugantor

পরবর্তীতে, দৈনিক যুগান্তরের বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, “রাজধানীর মিরপুরের ৬ নম্বর কাঁচাবাজারের একটি দোকানে আশরাফ নামের এক বিক্রেতা ‘কলম্বিয়া লেবু’ নামের বিশেষ জাতের কিছু লেবু প্রতি হালি ৪০০ টাকায় বিক্রি করেন।” 

দৈনিক যুগান্তরের উক্ত প্রতিবেদনে ব্যবসায়ী আশরাফের বক্তব্য পাওয়া যায়। আশরাফ জানান, বড় সাইজের এই লেবুর নাম কলম্বিয়া লেবু। একেকটা লেবুর ওজনে ৩৫০ থেকে ৪০০ গ্রাম। এই লেবুতে রস কম হলেও ঘ্রান অনেক বেশি। আর লেবুর খোসা অনেক মোটা হওয়ায় এই খোসা সহজে খাওয়া যায়। মূলত খোসা আর ঘ্রাণের জন্য এই লেবুর চাহিদা অনেক বেশি। 

তিনি বলেন, মিরপুরে এই লেবুর ক্রেতা কম। গুলশানের দুইজন ক্রেতা রয়েছেন, যারা এই লেবু কিনতে তার দোকানে আসেন। বর্তমানে বাজারে কলম্বিয়া লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। রোজা শুরু হওয়ার  কয়েক দিন আগেও তিনি  এ লেবুর হালি ২০০ টাকায় বিক্রি করেছেন। 

আশরাফ জানান, সোমবার সকালে তিনি এক পিস লেবু ১০০ টাকায় বিক্রি করেছেন। কেউ এক হালি নিতে চাইলেও  ফিক্সড ৪০০ টাকাই দিতে হবে।

Screenshot from jugantor

উল্লেখ্য যে, দৈনিক যুগান্তরের ফেসবুক পোস্টের কমেন্টে থাকা সংবাদের লিংকে বিস্তারিত তথ্য উল্লেখ থাকলেও “রাজধানীতে এক হালি লেবুর দাম ৪০০ টাকা!” শীর্ষক ক্লিকবেইট শিরোনাম ব্যবহার করায় মূল নিউজ না পড়ে সমস্ত রাজধানীতেই সব ধরণের লেবু এক হালি ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে ভেবে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে। আর এই বিভ্রান্তি দৈনিক যুগান্তরের ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনেও লক্ষ্য করা হয়। 

Image Collage: Rumor Scanner

তাছাড়া, Zoombangla.com নামের একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেইজেও ক্লিকবেইট শিরোনামে ব্যাবহার করে একই সংবাদ প্রচার করলে উক্ত পোস্টের কমেন্ট সেকশনেও অনেক মানুষকে রাজধানীতে সব ধরণের লেবুর হালি ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে ভেবে বিভ্রান্ত হতে দেখা যায়। 

Image Collage: Rumor Scanner

তাছাড়া বেশ কিছু ফেসবুক আইডি এবং পেজ থেকে কোনোরূপ বিস্তারিত সংবাদ উল্লেখ না করে সরাসরি “রাজধানীতে এক হালি লেবুর দাম ৪০০ টাকা!” ক্যাপশন ব্যবহার করে পোস্ট করা হয়, এর ফলেও মানুষ বিভ্রান্ত হয়।

Image Collage: Rumor Scanner

যেদিন এই বিভ্রান্তির সূত্রপাত ঘটে সেদিন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন খুচরা বাজারে হালি প্রতি লেবু ২০ থেকে ৪০ টাকা দামে বিক্রি হয়েছে। 

Screenshot Source: Prothom Alo

প্রথম আলোর উক্ত প্রতিবেদনে রাজধানীর শেওড়াপাড়া বাজারের সবজি বিক্রেতা মো. রাসেল এর বক্তব্য পাওয়া যায়। তিনি প্রথম আলোকে বলেন, “রোজার শুরুতে লেবুর সরবরাহ কম ছিল। তখন ৫০ থেকে ৬০ টাকা হালি বিক্রি করেছি। এখন সেই একই লেবু ৪০ টাকা হালিতেও অনেকে নিতে চাইছে না।”

মূলত, রাজধানীর মিরপুরের ৬ নম্বর কাঁচাবাজারের একটি দোকানে আশরাফ নামের এক বিক্রেতা কর্তৃক শুধুমাত্র বিশেষ জাতের কলাম্বিয়া লেবুর প্রতি হালি ৪০০ টাকায় বিক্রির ব্যাপারটিকে কিছু গণমাধ্যম এবং ফেসবুক পেইজ থেকে ক্লিকবেইট শিরোনামে প্রচার করায় মানুষ সমস্ত রাজধানীতে সব ধরণের লেবুর হালি ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে ভেবে বিভ্রান্ত হচ্ছে। 

সুতরাং, রাজধানীতে এক হালি লেবুর দাম ৪০০ টাকায় বিক্রি হওয়ার সংবাদটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img