রাজধানীতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের সাম্প্রতিক দৃশ্য দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি “রাজধানী ঢাকায় চলন্ত বাসে আগুন জ্বলছে!! বাংলাদেশ কে কোথায় কোন দিকে নিয়ে যাচ্ছে কেউ জানেনা!! জামাত বিএনপি সারা দেশে খুন হত্যা লুটপাট অগ্নী সংযোগ নারী ধর্ষণ করে যাচ্ছে, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য!!” শিরোনামসহ ভিন্ন ভিন্ন ক্যাপশনে বাসে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীতে চলন্ত বাসে আগুন দেওয়ার এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, ২০২৩ সালের ১৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনায় ধারণকৃত দৃশ্যকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে দেশিয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর “রাজধানীতে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন | Bus fire | Jamuna TV” শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে থাকা ভিডিওর দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Video Comparison: Rumor Scanner 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যমুনা টিভির ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৩ সালের ১৮ নভেম্বরে “রাজধানীতে আরও দুটি বাসে আগুন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সারাদেশের ১১ জায়গায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ১৮ নভেম্বর (২০২৩) সন্ধ্যা ৭টা নাগাদ আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে গুলিস্তানে ফ্লাইওভারের কাছে যাত্রাবাহী আরও একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। 

এছাড়া, সেসময়ে রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের বিষয়ে দেশীয় একাধিক মূলধারার (জাগো নিউজ২৪, এটিএন বাংলা নিউজ, ঢাকা পোস্ট) সংবাদমাধ্যমে খবর প্রচার হতে দেখা যায়। 

অর্থাৎ, আলোচিত অগ্নিকাণ্ডের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, ২০২৩ সালের নভেম্বর মাসে রাজধানীতে একটি বাসে দুর্বৃত্তদের দেয়া অগ্নিকাণ্ডের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ‘রাজধানী ঢাকায় চলন্ত বাসে আগুন জ্বলছে’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img