সাম্প্রতিক নয়, শহীদ মিনারে ঢুকতে বাঁধা দেওয়ায় মির্জা ফখরুলের রাস্তায় বসে থাকার ছবিটি ২০১৮ সালের

সম্প্রতি, “বিএনপির বর্তমান অবস্থা এতই খারাপ যে তাদের দলের মহাসচিব এর আজকে এই ভাবে শহীদ মিনার এর গেটের সামনে এভাবে থাকা লাগে ।” শীর্ষক শিরোনামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িযে পড়েছে। অর্থাৎ দাবি করা হয়েছে, গতকাল  ২১ ফেব্রুয়ারি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়া হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে গতকাল ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ঢুকতে না দেয়ার দাবিটি সঠিক নয় বরং, ২০১৮ সালে মির্জা ফখরুলকে শহীদ মিনারে ঢুকতে বাঁধা দেওয়ার পর তার রাস্তায় বসে থাকার অভিযোগ সংক্রান্ত ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গতকাল ২১ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজের একটি পোস্ট নজরে আসে রিউমর স্ক্যানারে। পোস্টে মির্জা ফখরুলের রাস্তার পাশে বসে থাকার ভাইরাল ছবি দুইটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “এটি ২০১৮ সালে ঘটেছিল। ২১শে ফেব্রুয়ারি আমাদের শ্রদ্ধা জানাতে অনুমতি দেওয়া হয়নি। আমাদের গণতন্ত্রের জন্য লড়াই এখনও চলছে। আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৫২, ১৯৭১, ১৯৯০, ২০২৪। ইনশাআল্লাহ, শিগগিরই আমাদের একটি নির্বাচিত সরকার হবে, সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের।”

এছাড়া, রিউমর স্ক্যানারের অনুসন্ধানের মাধ্যমে ‘Dibakor Rajbangshi‘ নামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারিতে প্রকাশিত পোস্টে আলোচিত ছবিটি এবং ভিন্ন ভিন্ন কোণ থেকে তোলা একাধিক ছবি পাওয়া যায়। যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মেঝেতে কাগজ বিছিয়ে বসে থাকতে দেখা যায়।

এই ছবিগুলোই ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ‘শহীদ মিনারে ঢুকতে বাধা দেওয়ার পর এই ভাবে রাস্তার পাশে বসে থাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।

উল্লেখ্য, এছাড়া ২১ তারিখে গণমাধ্যম ও বিএনপির ফেসবুক পেজ সূত্রে জানা যায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। তবে মির্জা ফখরুলের শহীদ মিনারে উপস্থিত থাকার কোনো খবর পাওয়া যায়নি।

সুতরাং, ২০১৮ সালের ছবিকে গতকাল ২১ ফেব্রুয়ারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাঁধা দেওয়া হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Mirza Fakhrul Islam Alamgir Facebook Post

Dibakor Rajbangshi Facebook Post

Bangladesh Nationalist Party- BNP Facebook Post

Bangla Tribune: কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা

আরও পড়ুন

spot_img