সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে একত্রে নিয়ে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন একটি লাইভ টকশো করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদ মুহিউদ্দিনের লাইভ টকশো করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন দুটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টকশোর কথপোকথনের মধ্যে বেশ কিছু জায়গায় অসঙ্গতি লক্ষ্য করে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, ভিডিওটি একাধিক টকশোর ফুটেজ যুক্ত করে তৈরি করা হয়েছে।
ভিডিও যাচাই ১
আলোচিত ভিডিওতে থাকা সজীব ওয়াজেদ জয়ের অংশটির বিষয়ে অনুসন্ধানে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পেজে ২০২৪ সালের ৭ আগস্ট এক্সক্লুসিভ সাক্ষাৎকার: সজীব ওয়াজেদ জয় শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ টকশোর ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আরাফাতুল ইসলামের নেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন। যার সাথে আলোচিত ভিডিওর জয়ের কথপোকথনের হুবহু মিল পাওয়া যায়। এছাড়াও উভয় ভিডিওতেই তার পোশাক, বসার স্থান এবং পারিপার্শ্বিক অবস্থার হুবহু মিল পাওয়া যায়।
অর্থাৎ, এ থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে উক্ত ভিডিওটি থেকে জয়ের অংশ কেটে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।
ভিডিও যাচাই ২
পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদ মহিউদ্দীন আহমদের ফুটেজের বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশো ঠিকানায় খালেদ মুহিউদ্দীন-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রচারিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে অনুষ্ঠিত টকশোর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদ মুহিউদ্দীনের ফুটেজের সাথে উক্ত টকশোর ভিডিওর বেশকিছু জায়গার হুবহু মিল রয়েছে। এছাড়াও তাদের পোশাকও উভয় ভিডিওতে একই। অর্থাৎ, উক্ত টকশোর ভিডিওটি সম্পাদনার মাধ্যমে তাতে সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন একটি টকশোর ফুটেজ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওগুলো পর্যালোচনা করে রাজনৈতিক আলোচনা নামক একটি লোগো দেখতে পাওয়া যায়। এ বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে রাজনৈতিক আলোচনা নামের একটি ইউটিউব চ্যানেলের সন্ধান পাওয়া যায়। ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা মাধ্যমে আলোচিত ভিডিওটিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি চ্যানেলটিতে গত ৮ এপ্রিল প্রচার করা হয়।

এছাড়াও দেখা যায়, চ্যানেলটিতে খালেদ মুহিউদ্দীনের টকশোর ফুটেজ ব্যবহার করে ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটির মত অনেক টকশোর ভিডিও তৈরি করে প্রচার করা হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খালেদ মুহিউদ্দিনের লাইভ টকশো করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DW বাংলা Facebook Page: এক্সক্লুসিভ সাক্ষাৎকার: সজীব ওয়াজেদ জয়
- ঠিকানায় খালেদ মুহিউদ্দীন Youtube Channel: মুখোমুখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- রাজনৈতিক আলোচনা Youtube Channel: লাইভ টকশোতে ফখরুলকে খু*নের হু*মকি দিলেন সজীব ওয়াজেদ জয় | খালেদের টকশোতে মুখোমুখি জয় ও ফখরুল !