সম্প্রতি, ‘ডিসেম্বরে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে’ শীর্ষক মন্তব্যটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবিতে ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ডিসেম্বরে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে’ শীর্ষক কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি এবং ডিবিসি নিউজও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি বরং, ভিন্ন প্রেক্ষিতে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে ডিবিসি নিউজের লোগো রয়েছে এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘১৬ এপ্রিল ২০২৫’ উল্লেখ রয়েছে। এই সূত্র ধরে অনুসন্ধান করে গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ১৬ এপ্রিল “নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা’” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম ব্যতিত বাকি সব উপাদানের মিল রয়েছে।

ফটোকার্ডটিতে থাকা শিরোনামটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আরও অনুসন্ধানে একই দিনে ডিবিসি নিউজের ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে’।
তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘ডিসেম্বরে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে’ শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- DBC News- Facebook Page
- DBC News- Website
- DBC News- YouTube
- DBC News- Facebook Post
- DBC News- Facebook Post